স্বপ্ন ভাঙ্গা জীবন নিয়ে
চলছি পথে নির্বিকার,
এই আমাকে কষ্ট দেবে
এখন তেমন সাধ্য কার?
চলছি পথে নির্বিকার,
এই আমাকে কষ্ট দেবে
এখন তেমন সাধ্য কার?
চাওয়া-পাওয়া মিললো কিনা
হিসেব তো আর কষি না,
আমার মাথায় ভাঙলে কাঁঠাল
তোমরা তবুও দোষী না।
হিসেব তো আর কষি না,
আমার মাথায় ভাঙলে কাঁঠাল
তোমরা তবুও দোষী না।
ব্যস্ত আমার দিন কেটে যায়
কপট হাসির মায়াজালে,
একলা রাতে চোখটা ঠিকই
বুকের ক্ষতের গল্প বলে!
কপট হাসির মায়াজালে,
একলা রাতে চোখটা ঠিকই
বুকের ক্ষতের গল্প বলে!
:thinking:
শেষ ২ টা লাইন বেশি ভালো লাগছে
ধন্যবাদ। 😀
এই আমাকে কষ্ট দেবে
এখন তেমন সাধ্য কার?
ভালো লাগছে :clappinghands:
আপনাকেও ধন্যবাদ। 🙂
দারুন তো ছড়াটা :love:
অনেক ধন্যবাদ
:happy:
ভাল হয়েছে। 🙂
আপনাকে ধন্যবাদ
পুরো কবিতাটাই ভাল লেগেছে তবে বেশি ভাল লেগেছে-
”ব্যস্ত আমার দিন কেটে যায়
কপট হাসির মায়াজালে,
একলা রাতে চোখটা ঠিকই
বুকের ক্ষতের গল্প বলে!” 😀 :clappinghands: