রয়েসয়ে

স্বপ্ন ভাঙ্গা জীবন নিয়ে
চলছি পথে নির্বিকার,
এই আমাকে কষ্ট দেবে
এখন তেমন সাধ্য কার?
চাওয়া-পাওয়া মিললো কিনা
হিসেব তো আর কষি না,
আমার মাথায় ভাঙলে কাঁঠাল
তোমরা তবুও দোষী না।
ব্যস্ত আমার দিন কেটে যায়
কপট হাসির মায়াজালে,
একলা রাতে চোখটা ঠিকই
বুকের ক্ষতের গল্প বলে!
:thinking:

বিলীন অরণ্য সম্পর্কে

প্রকাশিত লেখার সর্বস্বত্ত্ব লেখক সংরক্ষণ করেন এবং লেখকের লিখিত অনুমতি ছাড়া আংশিক বা পূর্ণভাবে কোন মিডিয়ায় পুন:প্রকাশ করা যাবে না।
এই লেখাটি পোস্ট করা হয়েছে ছড়া-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

9 Responses to রয়েসয়ে

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    শেষ ২ টা লাইন বেশি ভালো লাগছে

  2. অক্ষর বলেছেনঃ

    এই আমাকে কষ্ট দেবে
    এখন তেমন সাধ্য কার?

    ভালো লাগছে :clappinghands:

  3. মুবিন বলেছেনঃ

    দারুন তো ছড়াটা :love:

  4. সামিরা বলেছেনঃ

    ভাল হয়েছে। 🙂

  5. হৃদয় বলেছেনঃ

    পুরো কবিতাটাই ভাল লেগেছে তবে বেশি ভাল লেগেছে-

    ”ব্যস্ত আমার দিন কেটে যায়
    কপট হাসির মায়াজালে,
    একলা রাতে চোখটা ঠিকই
    বুকের ক্ষতের গল্প বলে!” 😀 :clappinghands:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।