আমাদের সরব, সরবের আমরা (শুভ জন্মদিন সরব!)

সরবের পথচলার একটা বছর পেরিয়ে গেল! তার মানে দাঁড়ায়- আমার একটা কলম আছে, যে কলমকে সোডার বোতল ঝাঁকানোর মত রিক্টার স্কেলের ৮ মাত্রায় ঝাঁকালে মাঝে মাঝে কালি বের হয়; সেই কালিও আবার বেশিরভাগ সময়েই ওয়াসার কলের মত সার্ভিস দেয়- বাছাধনের সস্তার তিন অবস্থা!  যাই হোক, আমার কাছে এ এক ভয়ানক আশ্চর্যের ব্যাপার! সরবের সাথে সাথে আমার কলমটাও কোনরকম এক বছর টিকে গেছে! অন্তরালের ঘটনা হল, কোনরকম টিকে যাওয়া কলম আর সরব- এই দুটোর জন্যই আমার ভীষণ মায়া পড়ে গেছে। কারণটা হয়তবা এই, আমার ওয়াসা ব্র্যান্ডেড কলমের লেখা দিয়েই ২০১১এর ২৭ জুলাই সরবের যাত্রা শুরু হয়। খুব সম্ভবত সরব এরই মধ্যে মাথার চুল অর্ধেক উপড়ে ফেলেছে, কোন দুঃখে এরকম একটা কলমের পোস্ট বেচারা পাবলিশ করেছিল এই ভেবে! ভায়া সরব, ন্যাড়া বেলতলায় একবারই যায়, ব্যাপার না। কিন্তু যেটা ব্যাপার সেটা হল, সেই বেল ন্যাড়া মাথায় নিয়ে যদি সারাজীবন ঘুরে বেড়াতে হয় (এক বছরেই অবস্থা এই)! পরিতাপের বিষয়, কিচ্ছু করার নেই আর!

সরব ন্যাড়া মাথায় বেল নিয়ে ঘুরতে থাক, আমি বরং একটু অন্য প্রসঙ্গে ঘুরে আসি।

সে সময় ব্লগ নিয়ে আমার মাঝে খুব উচ্চমার্গীয় অন্ধত্ব বিরাজ করছিল। গোবেচারা, নিরীহ এই আমি তখন গালাগাল আর ঝগড়া-বিবাদে ভরা ব্লগের পরিবেশ দেখে দেখে ক্লান্ত, নিজের মতবাদকে জনমত হিসেবে প্রতিষ্ঠিত করার অবিরাম প্রয়াস দেখে বিস্মিত। তখনও নিজ হাতে কলম ধরতে শিখি নি। এর মাঝে শুরু হয়ে গেল ভিকারুননিসায় পরিমল হাঙ্গামা। ভার্সিটির ক্লাস বাদ দিয়ে একেকদিন কলেজে গিয়ে বসে থাকি। ভয়ঙ্কর এক ক্ষোভ বুকের মাঝে নিয়ে বাসায় ফিরি। ফেসবুকে এসে অন্যান্য ভিকিদের নোট পড়ে সেই ক্ষোভ বেড়ে গিয়ে সমুদ্রের উত্তাল ঘূর্ণির মত শুরু হয়। তারপর একসময় নিজেই বিশাল এক নোট লিখে ফেলি, ফেসবুক বন্ধুদের অনুরোধে তা জনসাধারণের জন্য ওপেন করে দেই। সরবের সাথে সংশ্লিষ্ট একজন তখন আমার এই নোট পড়ে বলেন সরবে লেখার জন্য। অন্য অনেকে বেশ কয়েকটা ব্লগে সেই নোট দিতে অনুরোধ করলেও রাজি হই নি। কিন্তু সরব সম্পর্কে ততদিনে যা শুনেছি, জেনেছি, মনে হয়েছে, এ তো আমারই স্বপ্ন, লেখালেখির এমন একটা নির্ভেজাল প্ল্যাটফর্মই তো চেয়েছিলাম এতদিন! চোখের সামনে তখন মুলো ঝুলছে (বেচারা সরব!) নতুন একটা লেখা লিখলাম, পরিমল বিদ্বেষ থেকেই। জন্ম হল আমার স্বপ্নের সরবের, সেই সাথে আমার ভাঙ্গা কলমের!

কেন সরব?

সরব আমায় দিয়েছে-

  • গালাগালবিহীন পরিচ্ছন্ন একটি প্ল্যাটফর্ম
  • তারুণ্যের সম্ভাবনাময় এক উচ্ছ্বাস
  • নতুন এক ইতিবাচক পথ
  • সাম্প্রতিক সচেতনতার একটি জায়গা
  • কিছু মাথা পাগলা (কিন্তু পরিষ্কার মনের) মানুষের সাথে পরিচিত হবার সুযোগ

সরবের গুণগান রচনা বাদ দেই (কারণ গুণগুলো এমনিতেই দৃশ্যমান, সবাই জানে!), ৫ নম্বর পয়েন্টে সরাসরি চলে আসি।

সরবে এসে বিশেষ কিছু মানুষের (মাথা পাগলা বললেই কেন যেন চোখের সামনে আইনস্টাইনের ছবি ভেসে ওঠে!) লেখালেখির জগতের সাথে পরিচয় ঘটে আমার। যাদের জগতে ঢুকলে নিজেকে ভীষণ খাপছাড়া মনে হয়, কিন্তু সেই জগতগুলোয় না ঘুরেও থাকতে পারি না!

সরব সামিরার সাথে পরিচয় এখানেই। ইংরেজি অক্ষরগুলো যখন একেকটা বানান করে করে পড়তে হয়, তখন সামিরা আমায় উপহার দিল পাওলো কোয়েলহো, অ্যাড্রিয়ান ট্যান, প্যাট্রিক জোহানসন, অস্কার ওয়াইল্ড, জে কে রোলিং, এলিফ শাফাক এর মত অসাধারণ সব বিদেশি সাহিত্যিকের লেখা আর গুণী ব্যক্তির বক্তৃতাকে। নির্মল ঝর্ণার মত নিজস্ব লেখনী তো আছেই। বাংলা, ইংরেজি দুটোতেই পারদর্শী পড়ুয়া এই মেয়েটার লেখনীকে সত্যি ভীষণ হিংসে হয় আমার!

সরব স্বপ্ন বিলাসের কথা ভাবলে কেন যেন আমার দিগভ্রান্ত কাটা কম্পাসের কাটাগুলোর চরকির মত অবিরাম লাট্টু খাওয়ার দৃশ্য মনে পড়ে! অবশ্যই সে দিগভ্রান্ত নয়, তার বহুমুখী প্রতিভার কথা চিন্তা করলেই যে আমার এমন হয়, আমারই বা কী দোষ? এত এত বিষয়ে এই মানুষটা লিখেছে যা আমার চিন্তারও বাইরে। ফ্রেমবন্দী ইতিহাস, খেলাধূলা, কল্পকাহিনী, সাম্প্রতিক ইস্যু, কবিতা আর গল্প (বিষয়গুলো হাপিয়ে হাপিয়ে হয়ত ভাবছে, এ কার হাতে পড়লাম রে বাবা!) কোনটা তার লেখার বিষয় হয় নি? এই ব্যক্তির লেখার যে দিকটা দেখলে আমার ভেতর তিন বালতি ঈর্ষা জেগে ওঠে তা হল, সহজবোধ্যতা।

সরব নিস্তব্ধ শৈশবের ফটোগ্রাফি দেখে আমার আর বোহেমিয়ানের মাঝে প্রায়ই ঝগড়া হয় যে কে এই ফটোগ্রাফারের হাত দুটো ফ্রেমে বাঁধিয়ে ঘরে টানিয়ে রাখার সৌভাগ্য অর্জন করবে (এখন পর্যন্ত কেউ-ই সফল হই নি যদিও)! এই মানুষটির সবচেয়ে প্রশংসনীয় ব্লগপোস্ট হল, আমাদের মুক্তিযুদ্ধের ফ্রেমবন্দী সাক্ষ্যপ্রমাণের সংকলন (এটা আমি অন্য কোন ব্লগে এভাবে আগে পাই নি)!  আনাড়ি (!) ফটোগ্রাফির পাশাপাশি তার লেখা নিজস্ব ছোট গল্প (মনে আছে, তার ‘ছেলেবেলা: ফেলে আসা দীর্ঘশ্বাস……’ গল্পটা পড়ে চোখের পানি আটকে রাখতে পারি নি) আমাকে ঈর্ষান্বিত করতে বাধ্য করে!

সরব বোহেমিয়ান (দ্য স্কলার) এর কথা আর কী বলব! তার দুষ্টু দুষ্টু লেখা পড়লে আমি গালে হাত দিয়ে ভাবতে বসি, এই মানুষটা কি সে-ই যিনি চার বছর ধরে পড়ে আসা বিষয়ের বাইরে এত বহুমুখী বিষয়ে রীতিমত থিসিস করে লিখতে বসেন! বই, মুভি রিভিউয়ের পাশাপাশি স্পোর্টস, দেশের ইনফোকম স্টার্টআপদের নিয়ে লেখা, রামাদান গ্রাফ নিয়ে রিসার্চ কী না করেছেন মানুষটি? সবচেয়ে অসাধারণ দুটো পোস্ট যা আমাকে নাড়া দিয়েছে সেগুলো হল,জেনেটিক্স নিয়ে রিসার্চ করে লেখা পোস্ট (জেনেটিক্স সম্পর্কে অনার্স না করে এইরকম পোস্ট কেউ লিখতে পারে আমার ধারণারও বাইরে ছিল!) আর নিজের জন্মদিনে কীভাবে গঠনমূলক কাজ করা যায় সেই চিন্তাধারা

এছাড়াও আছে সরব নিশমের সচেতনমূলক লেখা, গল্প, কার্টুন, সরব রাইয়্যানের দুর্দান্ত ব্যঙ্গ কার্টুন, সরব অক্ষরের অনুপ্রেরণাময় গল্প, সরব ইয়াদের সি-প্রোগ্রামিং আর লুঙ্গি, মশারির মত দুষ্টুমি ভরা লেখা, সরব ইঁদুরের চমৎকার সব কার্টুন, সরব ইক্কুর বৃষ্টিধোয়া ছবি, সরব ইতস্তত বিপ্লবীর দারুণ সব গল্প, সরব জ্ঞানচোরের জ্ঞানগর্ভ পোস্ট, সরব অনাবিলের সাবলীল কথামালা, সরব লুনা রুশদীর দুর্দান্ত ছোটগল্প, সরব নিলয়ের শৈশবের স্মৃতিকথন, সরব মুবিনের ভাবনা জাগানিয়া পোস্ট, সরব পলাশের বালিকার জন্য কবিতা, সরব ঈয়াশার টেকি ভাবনা, সরব শামসীরের আগামী প্রজন্মকে লেখা চিঠি, সরব বাবুনি সুপ্তির ছোট্টমণির ছড়া সংকলন, সরব শিবলীর বাচ্চাদের নিয়ে মজাদার আর শিক্ষামূলক ভিডিও, সরব সাবরিনা সুলতানার বিকল্পভাবে সক্ষম মানুষদের নিয়ে স্বপ্ন দেখার গল্প, সরব ফারহান দাউদের প্রচণ্ড শক্তিধর লেখনী, সরব নূহা চৌধুরীর গল্প – কী ভয়ানক হিংসে আমার এদের সব্বার লেখনীর প্রতি (ভীষণ হিংসুটে এই আমি)!

ভালো লাগার সরব:

এছাড়াও বাংলা ভাষায় দুর্লভ বিজ্ঞানমূলক লেখা, আর অমর একুশে বইমেলার নতুন লেখকদের ধারাবাহিক সাক্ষাৎকার – এগুলোর কথাই বা বাদ যাবে কেন!

যা কিছু আশা করি:

সরবের সব ভালো এমনটা বলা বোধহয় একটু বেশি-ই ‘তৈল মর্দন’ এর মত হয়ে যাবে। ভালোবাসার জায়গাটিকে আর যাই হোক কখনো কি তেল মারা যায় নাকি সেটা করা উচিত? তাই যা কিছু আশা করি, যা এখনো প্রাপ্তির খাতায় অপূর্ণতা রেখে গেছে সেগুলো বলে ফেলা বুঝি বা ঢের ভালো।

সরবের ডেভেলপিং দিকের প্রতি বোধহয় আরও একটুখানি নজর দেয়া প্রয়োজন। কখনো বাংলা কখনো ইংরেজি ভাষার মিশ্রণ না হয়ে কেবলমাত্র বাংলা ভাষা হলে দৃষ্টিনন্দন লাগবে; হাজার হোক সরব তো বাংলা ব্লগ।

সরবের প্রতি:

আমার এই ওয়াসা ব্র্যান্ডের কলম সরবের মান-সম্মান নিয়ে একটু টানা-হ্যাঁচড়া করলেও ব্র্যান্ডটা কিন্তু শতভাগ দেশি! আর দেশি ব্র্যান্ড আর কিছু পারুক বা না পারুক, হৃদয় দিয়ে ভালোবাসার জায়গাটাকে আগলে রাখতে পারে। যে জায়গাটা আমায় দিয়েছে লেখালেখির হাতেখড়ি, অনন্য কিছু ব্লগারের সৃষ্টিশীল জগতে ঘুরে বেড়াবার অবিরাম সুযোগ, ইতিবাচক স্বপ্ন আর ব্যতিক্রমী উদ্যোগের হাতছানি সে জায়গাটা তো নিঃসন্দেহে ভালোবাসার, আঁকড়ে রাখার।

মাত্র একটা বছর পেরুলো, সামনের পথচলায় সরবের জন্য আগাম শুভকামনা এবং সরবের সকল ব্লগার, ডেভেলপার, শুভাকাঙ্ক্ষীর জন্য রইল জন্মদিনের শুভেছা।

জয়তু সরব, জয়তু তারুণ্যের প্ল্যাটফর্ম!

ফিনিক্স সম্পর্কে

"প্রিয় পতাকার লাগি // জটায়ুর মত রক্ত ঝরাতে // আমিও প্রহর জাগি..." https://www.facebook.com/phoenix.chhanda
এই লেখাটি পোস্ট করা হয়েছে চিন্তাভাবনা, স্মৃতিচারণ-এ এবং ট্যাগ হয়েছে , , , , , , , , , , , , , , , , , , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

69 Responses to আমাদের সরব, সরবের আমরা (শুভ জন্মদিন সরব!)

  1. অক্ষর বলেছেনঃ

    আমি প্রিয়তে নেওয়ার ব্যাপারে একটু কিপ্টুস, সহজে প্রিয়তে নেই না কোন কিছু। কিন্তু ইহা না লইয়া পারিলাম না (সাধু-চলিতের মিশ্রন,ইহাকে কি গুরুচণ্ডালী বলে?)

    অসাধারণ একটা পোস্ট, জয়তু সরব, জয়তু ফিনিক্স। সরব আমারও খুব কাছের একটা জায়গা যদিও আমি এর জন্য কিছুই করতে পারি না। :crying:

    :happybirthday: সরব :love:

    • ফিনিক্স বলেছেনঃ

      কে বলল কিছুই করতে পারলি না?
      করেছিস, করছিস, ভবিষ্যতেও করবি ইনশাআল্লাহ।
      আমরা একসাথে থাকলে ইতিবাচক কাজ নিশ্চয়ই সম্ভব। 🙂

      সামনে অনেকটা পথ চলা এখনো বাকি, কাজ শুরু করে দে! 🙂

      আমার এই পোস্ট কেউ প্রিয়তে নেবে আমার স্বপ্নেরও বাইরে ছিল! 😯
      শুধুমাত্র সরবের জন্যই সম্ভব এমন ভালোবাসা। :love:

  2. পুরাই এক কথায় লা-জওয়াব ধরণের একটা পোস্ট! এতো অল্প কথায় এতো কিছু কী করে মানুষ বলে ভেবে পাই না! দুর্দান্ত! সরবের এক বছরের শুভেচ্ছা, আর শত বছরের শুভকামনা, সরব হোক সরব, নতুন দিনের স্বপ্নে……

    (ইদানীং মনে হয় বানান-টানান ও ভুল করি কম!! সরব সামিরা এবং সরব ফিনিক্সকে ধন্যবাদ এ ব্যাপারে!)

    • ফিনিক্স বলেছেনঃ

      সত্যিই তো! বানান দেখি ভুল হয় নি এবারে আর! :happy:

      যাক আর কিছু না পারি, একটা ব্যাপারে অন্তত কিছু মানুষের ভেতর ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছি! :yahooo:

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    দারুণ! দারুণ! আমারে ব্যাপক পচানি দেয়া হইছে যদিও!

    ফিনিক্স এর নিজের নামই দেয়া হয় নাই!
    পরিমল ইস্যতে, চোখ ভেজানো লেখা সাগর রুনি ইস্যুতে, শার্লক হোমসকে নিয়ে লেখা দুর্দান্ত রিসার্চে , বানান নিয়ে অভিনব পোস্ট, রক্তদান এর প্রয়োজনীয়তা নিয়ে দারুণ পুঁথি
    ফারজানা ইস্যু কাহিনী হইলো তোমার প্রায় সব কয়টা লেখাই লিঙ্ক করার মতো!!

    আর আমার হোয়াই দিজ কোলাভারি ডি এর কথা কেউ কইলো না :crying: 😛 😛

  4. তিষা বলেছেনঃ

    :happybirthday: সরব!

    লেখা দুর্দান্ত হয়েছে! প্রিয়তে নিলাম। :penguindance: :penguindance:

    এতগুলো ভালো মানুষের সাথে একই প্ল্যাটফর্ম এ দাঁড়ানোর সুযোগ এক জীবনে কম মানুষই পায়। নিজেকে এই অল্প মানুষদের ভেতর গুণতে পেরে দারুণ একটা অনুভূতি প্রায়ই হয়, যেটা ভাষায় প্রকাশ করার মত না। আর সরবের মাধ্যমেই সুযোগটা পেয়েছি বলেই হয়ত একটা অন্যরকম ভালোলাগা কাজ করে সরবের প্রতি।

    সরবের পথচলা নিষ্কণ্টক হোক। সরব পরিবার আরও সমৃদ্ধ হোক। সমাজের সব স্তরে সরবের কণ্ঠস্বর পৌঁছে যাক। শুভকামনা সরব এর জন্য। :love:

    • ফিনিক্স বলেছেনঃ

      তুইও এই লেখা প্রিয়তে নিয়েছিস! 😯
      এই ব্লগের মানুষজন দেখি আস্ত পাগল! :love:

      সরবের পথচলা নিষ্কণ্টক হোক। সরব পরিবার আরও সমৃদ্ধ হোক। সমাজের সব স্তরে সরবের কণ্ঠস্বর পৌঁছে যাক। শুভকামনা সরব এর জন্য। :love: :love:

  5. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    কি আজব! কোন দিক দিয়ে যে সরবের এক বছর হয়ে গেল! টেরই পেলাম না! 😀 সরবের সবাইকে শুভেচ্ছা 🙂

  6. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    সেই ছুডুবেলা থিকা আমার ইচ্ছা আছিলো, আমি ছুপারম্যান হপো। অবশেষে আমাকে ছুপারম্যান বানায়ে দিলি :yahooo:

    যে মানুষটা ভাবতে পারতো না কিছু লেখালেখির কথা, সরবের পথে পথচলায় হাজার লাইন লিখে ফেলেছে সে! আমি জানি, অনেকের গল্পই আমার মতন……

    নিজস্ব স্বকীয়তা বজায় রেখে আরও অসাধারণ হবার পথে এগিয়ে যাবে সরব-এই কামনাই করি……

    • ফিনিক্স বলেছেনঃ

      ছোটবেলার কথা না জেনেই সুপারম্যান বানিয়ে দিছি!
      এতদিকে যার প্রতিভা সে সুপারম্যান ছাড়া আর কী! 😛

      আমার গল্পও তোর মত! :happy:

      সরবের জন্য একই শুভকামনা আমারও। :love:

  7. শারমিন বলেছেনঃ

    :happybirthday: সরব

  8. মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

    :happybirthday: shorob 🙂

  9. সামিরা বলেছেনঃ

    আরে আমি দেখি এখনও কমেন্ট করি নাই! 😳
    যদিও আসলেই ব্যাপক তৈলমর্দন করছো, তারপরেও অসাধারণ হইছে। 😛
    প্রিয় সরবের জন্য অনেক দোয়া! 😀

  10. তুসিন বলেছেনঃ

    :love: :happybirthday:

  11. মাহি বলেছেনঃ

    :happybirthday: :happybirthday:

    তারুণ্যের এই অসাধারণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি …

    ভাবতেই ভালো লাগে … 😀

  12. অবন্তিকা বলেছেনঃ

    :happybirthday: :happybirthday: সরব!

  13. ইতস্তত বিপ্লবী বলেছেনঃ

    সুন্দর করে যারা সারমর্ম দিতে পারে তাদের আমি ব্যাপক ঈর্ষা করি…এইটা তো দুর্দান্ত হইসে!

    সরব না থাকলে নিজের জীবনের অনেক কিছুই অজানা থেকে যেত, সত্যি কথা!ার আউটনলেজ আর দৃষ্টিভঙ্গির প্রসারের কথা নাইবা বললাম! অনেক ভালো জায়গা!! :love:

    :happybirthday: সরব!! :penguindance:

    • ফিনিক্স বলেছেনঃ

      ঈর্ষার কথাটা কি আমাকে ইঙ্গিত করে বলা হল? :thinking:

      সরব না থাকলে নিজের জীবনের অনেক কিছুই অজানা থেকে যেত>> আমার ক্ষেত্রেও কথাটা সত্যি! 🙂

      • ইতস্তত বিপ্লবী বলেছেনঃ

        না তো কী!!
        কী সুন্দর করে সবকিছু শর্ট করে বুঝিয়ে দিলো… :guiter:
        আমি যদি পারতাম!!
        :thinking:

        • ফিনিক্স বলেছেনঃ

          তুই পারিস না এটাও আমাকে বিশ্বাস করতে বলিস!
          তুই যত সুন্দর করে গুছিয়ে গল্প লেখতে পারিস, আমি তো তেমন করে পারি না।

          তিন চামচ হিংসা! 🙁

          • ইতস্তত বিপ্লবী বলেছেনঃ

            😯
            আর কিছু বললাম না!
            আপনার রেসিপি তো ৩ চামচও পেলাম না এখনো…লেখালেখি করে আর কী হবে?! :crying: :wallbash:

  14. সজীব বলেছেনঃ

    আসলেই সরব ! একটা মানুষকে নীরব থেকে সরব করতে পারে । আর এমন কিছু জায়গা আছে, যে গুলো অকাজের ,অর্থহীন সেখান থেকে নীরব হতে বলে ।
    স্কলার বাপ্পি ভাইয়া আসলেই অসাধারন একজন মানুষ । তার দুই টা কথায় আমার দৃষ্টিভঙ্গি এক যুগ এগিয়ে গেছে । হয়তো ভাইয়া না বললে সেটা আমি এক যুগ পরেও বুঝতে পারতাম কি না, তাতে সন্দেহ আছে ।
    জয়তু সরব !! হয়ে উঠুক সবার রব ! :happybirthday:

  15. বাংলামায়ের ছেলে বলেছেনঃ

    জন্মদিনের দুর্দান্ত একটা পোস্ট। অনেক ভালো লাগলো।

    গত ২-৩বছর ধরেই অন্যব্লগগুলোতে লিখে গেলেও সরবে আমি বেশ নতুনই। তবে টের পাচ্ছি, এরই মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে বাংলা ব্লগের জগতের তারুণ্যে ভরা নির্ভেজাল জগতটার জন্য। অনেক অনেক শুভ জন্মদিন, সরব। ভালো থাকা হোক। হ্যাপি ব্লগিং 🙂

    অঃটঃ সরবের স্লোগানটা ‘তারুণ্যের মঞ্চ’ বা এধরণের কিছু না হয়ে ‘তারুণ্যের প্ল্যাটফর্ম’ হলো কেন? পুরোটা কেমন বাংলিশ হয়ে গেল না?

    • ফিনিক্স বলেছেনঃ

      সরবের জন্য ভালোবাসা তোইরি হয়েছে জেনে অসম্ভব ভালো লাগছে! 😀

      আপনার কথা উল্লেখ করতে ভুলে গেছি। দুঃখিত ভাইয়া!
      আসলে এত মানুষ, হুট করে সবার নাম মাথায় ছিল না। 🙁

      সরবের স্লোগানটা এমন কেন, আমিও ভেবেছি।
      কী জানি, হয়ত প্রচলিত ‘মঞ্চ’ অর্থে পুরোটা বলা হয় নি।
      সরব টিমের কাছে আমারও প্রশ্ন থাকল।
      তারাই ভালো বলতে পারবেন কারণটা।

    • ফিনিক্স বলেছেনঃ

      টাইপোর জন্য দুঃখিত! 🙁

  16. নিলয় বলেছেনঃ

    বাহ, আমিও আছি দেখি! :love:

    জয়তু সরব, জয়তু ফিনিক্স :huzur:

    আবার কি বলা লাগবে? প্রতিটা লেখাতেই তো বলি, ফিনিক্স রক্স! :dhisya:

    শুভ জন্মদিন, সরব :penguindance:

  17. রাইয়্যান বলেছেনঃ

    লেখালেখির প্রতিভা আমার কোনকালেই ছিল না, তাই আশ্রয় নিলাম কার্টুনের। অপেশাদার আঁকিবুঁকি, এ৪ কাগজে এঁকে মোবাইলের ক্যামেরা দিয়ে সেটার ছবি তুলে ডাইরেক্ট পোস্ট– কার্টুনের মান কেমন হয় এতেই বুঝা যায়। ফাঁকিবাজি তো আছেই, লগইন করে কমেন্ট করতেও আলসেমি লাগে 🙁 মোটামুটি সরব পরিবারের এক অপদার্থ নীরব সদস্য এই আমি 🙁 কিন্তু তাতে ভালোলাগাটা, ভালোবাসাটা এক বিন্দুও কম নেই!!

    সরব আমাদের, আমরা সরবের! শুভ জন্মদিন সরব!!! :happybirthday:

  18. একুয়া রেজিয়া বলেছেনঃ

    মুগ্ধ হয়ে পড়লাম লেখাটা। অসাধারণভাবে উপস্থাপন করেছেন আপনার দৃষ্টিভঙ্গি, ভাব আর সরবের সকল বৈশিষ্ট। মুগ্ধ মুগ্ধ… 😀
    সরবের জন্যে আর সরবের সকলের জন্যে অনেক অনেক শুভকামনা।
    হ্যাপী বাড্ডে প্রিয় সরব 🙂

    • ফিনিক্স বলেছেনঃ

      যাদের মন সুন্দর তারা অতি অল্পেই মুগ্ধ হয়।
      আপনি সেই দলের আপু। :beshikhushi:

      মন খারাপের দুটো কথা-
      ১. আমি আপনার থেকে অনেক অ-নে-ক পিচ্চি আপু। আমাকে ‘আপনি’ করে বলছেন বলে কেমন একটা অস্বস্তি হচ্ছে। 🙁
      ২. আজকে আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল। শুনেছিলাম আজ নাকি আপনার আসবার কথা ছিল। আপনি এলেন না বলে আমার ভীষণ মন খারাপ হয়েছে আপু! 🙁

      • একুয়া রেজিয়া বলেছেনঃ

        আচ্ছা তুমি করে বলবো।
        আমারো আসার অনেক ইচ্ছে ছিলো কিন্তু আমার বাসায় আমার বেশ কিছু রিলেটিভ হঠাৎ করে চলে এসেছিল। তাদের ফেলে রেখে তো আর আসা যায় না। তাই আটকে গিয়েছিলাম। ইনশাল্লাহ সরবের নেক্সট আড্ডায় আমি থাকবো। তোমাদের সবাইকে দেখার ইচ্ছে আছে আমার 🙂 :love:

  19. মুবিন বলেছেনঃ

    :happybirthday:
    শুভকামনা সরবের জন্য।
    সরব আরো সরব হোক।

  20. পিঙ্ক বলেছেনঃ

    অসাধারণ!!
    বার বার পড়ার মতন লেখাগুলোরও একটা সংকলণ পেয়ে গেলাম।
    শুভ জন্মদিন সরব!!! :happybirthday:

  21. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    ফিনিক্স আপু পাথরায়…

    :guiter: :guiter:

    চরম হইসে পোস্টটা। খুব ভালো লাগলো। সত্যি কথা।
    পোস্টে উল্লেখিত এই সুন্দর বৈশিষ্ট্যগুলোর কারণেই সরব ব্যতিক্রমধর্মী আর আকর্ষণীয়

    :happybirthday: টু সরব

    • ফিনিক্স বলেছেনঃ

      আমি তো এতদিন উল্টোটা জানতাম! 😯
      আমি বাদে সরবের সবাই পাথরায়! 😀

      নোঙ্গর ছেঁড়া কথা উল্লেখ করতে দেখি ভুলেই গেছি! 🙁
      আসলে এত ভালো ভালো মানুষের এত ভালো ভালো পোস্ট! তাই ভুলে কেউ কেউ, কোন কোন পোস্ট বাদ পড়ে গেছে!
      আমার স্মৃতিশক্তি বিশেষ দুর্বল! :wallbash:

  22. ভাল লাগল আপনার সরব কথন।

    সবর এ ঢুকে আমারো বেশ লেগেছে। সরবে আমার একটি কবিতা প্রায় দেড় হাজারবার পঠিত হয়েছে যা ইতিপূর্বে অন্য কোন ব্লগে আমার কোন কবিতার বেলায় হয়নি।

    যাই হোক সরব আমারো ভাল লাগে, তবে একটাই সমস্যা আপাতত চোখে বিঁধছে, সে হল বড্ড বেশি নির্জন। আরেকটু কোলাহল আরেকটু কমেন্ট ও ভাবের আদান প্রদান হলেই সরব জমে উঠবে।

    ভাল লাগল পোস্ট। সরবকে শুভেচ্ছা্

  23. সরল বলেছেনঃ

    সরব এমনি করে আরো অনেক নীরব লেখনীকে জাগিয়ে তুলুক ……… তারুণ্যের উচ্ছ্বাসে ভেসে যাক সরবের প্লাটফর্ম 🙂 সরবের জন্য শুভকামনা ……
    :happybirthday:

    • ফিনিক্স বলেছেনঃ

      “সরব এমনি করে আরো অনেক নীরব লেখনীকে জাগিয়ে তুলুক ……… তারুণ্যের উচ্ছ্বাসে ভেসে যাক সরবের প্লাটফর্ম “>> এই কামনা আমারও! :beshikhushi:

  24. অরূপ বলেছেনঃ

    আপনার ওয়াসা ব্র্যান্ডের কলমটি ভাল লেখে আর তা আপনার শব্দের আড়ালের নিবেদিত ভালোবাসা থেকে বেশ বুঝে নেয়া যায়। আগামী জন্মদিনে বাঁচি কি মরি তা তো অনিশ্চয়তার দোলনায় দোল খাচ্ছে, তবে স্বাদ আছে, ভালোবাসা দিয়ে মাখিয়ে এমন একটি রচনা উপস্থাপন করার। এখন শুধুমাত্র বিধাতার কৃপাদৃষ্টির অপেক্ষা। শুভ জন্মদিন সরব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।