লাবনীতা!লাবনীতা-
এ তোমার সেই নির্ঝরের চিঠি! মনে পড়ে-
যার ভালবাসা,একদিন ঝড়ে পড়েছিল-
তোমার শুভ্র হৃদয়ের উপর!
সেই তীব্র ভালবাসার অম্ল রসে জারিত হয়ে;
তুমি বলেছিলে-
“এত ভালবাসা! থাকবে কী আজীবন ”?
এ সেই নির্ঝরের চিঠি।
না- না, রাগ করে একে ছুঁড়ে ফেল না।
একটু ধৈর্য্য ধরো-
কথাগুলো শোন,দোহাই তোমার।
আমি,আজ আর তোমার প্রেম চাইব না-
তোমাকে ভালবাসব না,
তোমায় বলব না-নতুন কোন স্বপ্ন দেখাত।
লাবনীতা,জানি-আজ তোমার কাছে আমি ধূসর;
বিস্মৃত অতীতের ভ্রান্তি।
তবু শত আশায় বুক বেঁধে-
শত কষ্টকে ভুলে , কিছুটা সময় চোখের জলে-
বেদনা দূর করবার জন্যই লেখা ।
তুমি পারবে কী আজ-
আমার হাতে তুলে দিতে,
তোমার ব্যস্ত জীবনের অমূল্য সন্ধ্যার;
একমুঠো অবসর?
পারবে কী অনিন্দিতা! পারবে তুমি?
হয়ত তোমার সংকোচ হচ্ছে।
কিন্ত সত্যি বলছি-আমি সে সন্ধ্যা বেলায়-
অস্ত রবির আলো ছায়ায়,
তোমায় আলিঙ্গন করব না। তোমার রক্তিম-
ওষ্ঠাধর স্পর্শ করব না।স্বপ্ন দেখবো না!
শুধু – শুধু একটি বার , তোমাকে দেখবো।
দেখব-দু চোখ ভরে ,আজও কী তুমি –
রূপকথার সে অনিন্দীতা,নন্দিতা হয়েই আছ?
এইত আর কিছু নয়।
কী দেবে না?
যদি দাও-তবে হৃদয়ের সাড়া দিও।
পত্রের কোন দরকার নেই।
আমি তাতেই জেনে যাব-
তোমার উওর।
পুনশ্চ: প্রথম কবিতা লেখার অপাপবিদ্ধ স্মৃতি প্রখম ভাললাগার মতই রঙিন, কবিতা যদি হয় ফুল পঙতিগুলো তবে ফুলের পাপড়ি!
“প্রথম কবিতা লেখার অপাপবিদ্ধ স্মৃতি প্রখম ভাললাগার মতই রঙিন, কবিতা যদি হয় ফুল পঙতিগুলো তবে ফুলের পাপড়ি!” 🙂
ভাল লেগেছে।
এটা কিন্তু কোনক্রমেই আমার প্রথম কবিতা নয়।
এই লাইনটা যে কি ভেবে লিখলাম আল্লাহই জানে।
তবে এই কবিতাটা আমার প্রথম হিট কবিতা, এটা বলা যায়।
২০০৭ এ লেখা। প্রায় ছ বছর হয়ে গেল
ছুঁয়ে যাওয়া কবিতা… 🙂
ধন্যবাদ আপনাকে
“কবিতা যদি হয় ফুল পঙতিগুলো তবে ফুলের পাপড়ি!”>> এই অসাধারণ মন ভালো করে দেয়া মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙂
প্রথম কবিতা ভালো লেগেছে, তবে বানান ভুল না থাকলে আরও বেশি নির্মল লাগত। 🙂
আপনার ও বুঝতে ভুল হয়েছে। এটা প্রথম কবিতা নয়।
আর বানান ভুলের চক্কর আমাকে আর ছাড়লই না
দুষ্ট বানান নিয়ে আই এম একদম ফেডআপ
ওহ্ তাই তো!
দুঃখিত! 🙁
সরবের ‘বানান বিভ্রাট’ পেইজটি দেখলে আশা করি কিছুটা সুবিধা হবে আপনার। 🙂
দু:খিত হবার কিছু নেই। লাইনটা অনেককেই বোধহয় ভুল ভাবে ভাবার দিকে চালিত করছে।
দেখব আশা করছি। ভাল থাকবেন
আপনিও। 🙂
ভালো লাগলো! একটা সময় বেশ পড়তাম কবিতা, টুকটাক লিখারও চেষ্টা করতাম, কেন জানি ভীষণ সেরকম সময়ের কথা মনে হলো……
সত্যি শুনে খুব ভাল লাগল। টুকটাক কবিতা চর্চা করা ভাল।
মনে রাখা যায় আমিও মানুষ
আমারো আছে কবিতার মত মন
যদি দাও-তবে হৃদয়ের সাড়া দিও।
পত্রের কোন দরকার নেই।
আমি তাতেই জেনে যাব-
তোমার উওর।
সুন্দর! 🙂
ধন্যবাদ অবন্তিকা
প্রিয়ন্তিকা নামে আমার একটা সিরিজ কবিতা আছে।
আশা করছি আগামীতে আপলোড করবো
অপেক্ষায় থাকলাম। 🙂
ভাল থাকুন অনেক অনেক