রিট

ভাবছি একটা শক্ত করে রিট করে দিব
রিট করব তোমার নামে
তুমি আমায় কেন ভালবাসতে বাধ্য হবে না
তোমার নরম ঠোঁট দুটো আমি কেন  ছুতে পারব না
কেন তুমি প্রতিদিন আমায় ভালবাসি বলবে না
জানিয়ে রিট করে দিব
আমার সাথে মুঠোফোনে গল্প করতে কেন তুমি বাধ্য হবে না
আমার গালে কেন প্রাত্যহিক তোমার ঠোটের ছোঁয়া পরবে না
কেনই বা বৃষ্টি হলে আমার সাথে ভিজবে না
মন খারাপের রাতে আমার ঘুম হয়ে আসবে না
ইচ্ছে হলে কেন তোমায় চিৎকার করে ভালবাসি বলতে পারব না
তোমার হাত দুটো ছোঁয়ার অধিকার কেন আমার থাকবে না
সব কিছু রিট করে দিব
আদালত থেকে ভালবাসার অধিকার নিয়ে আসব
তখন না ভালবেসে কি করবে বল?

কালপুরুষ সম্পর্কে

অতি সাধারণ মানুষ , খাঁটি বাংলায় যাকে বলা হয় "বেগুন (যার কোন গুণ নাই) স্বপ্ন দেখতে ভালবাসি স্বপ্ন দেখাতে ও । আত্মকেন্দ্রিক মানুষ , নিজের গণ্ডির মাঝে বাস করি , বাহিরের জগত খুব একটা আকর্ষণ করে না। বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়য়ে computer science এ অধ্যয়নরত ।
এই লেখাটি পোস্ট করা হয়েছে পাগলামি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

13 Responses to রিট

  1. :love:

    ভাই, ভালোবাসার মধ্যেই রিট ঢুকায়ে দিবেন?? তাহলে তো পরের নির্বাচনে হাইকোর্টকে দাঁড় করিয়ে দিবো কি না ভাবছি! 😛

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    দারুণ তো। 😀

  3. সামিরা বলেছেনঃ

    :love:

  4. অক্ষর বলেছেনঃ

    রিট করে দেব ! :love:

  5. রাইয়্যান বলেছেনঃ

    শখ কত! রিট করে মন জয়!! 😀 :love:

  6. ফিনিক্স বলেছেনঃ

    😛

    একটা টাইপো আছে ভাইয়া।
    ‘ছুতে’>> ছুঁতে হবে। 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।