সাড়ে ৫ মিনিটের এই video clip-টি দেখবার সময় আছে কি আপনার হাতে?
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত “শিশুর ভুলে আমরা কি করে থাকি (রাগ নিয়ন্ত্রণ)?”
এবার আমার মেয়ে জুমানা মেহেদীর নির্দেশনায় এই নাটিকাটি করা হয়েছে। আমি অবাক হয়েছি যে, জুমানা এবার ওর কাজে মারাত্মক সতর্ক ও কঠোর ছিলো। রামীছার অভিনয় ওকে সন্তুষ্ট করতে পারছিলো না এবং সেটা জুমানা বারবার cut cut বলে বাতিল করছিলো। একটা পর্যায়ে যখন রামীছা সুন্দর অভিনয় করে ফেলে তখন আমরা প্রত্যেকেই খুব আনন্দিত হই। বরাবরের মতো এই video clip-এর শেষাংশে কিছুটা making দেখানো হয়েছে। তবে শব্দ গ্রহণ খুব দুর্বল হয়েছে।
[youtube=http://www.youtube.com/watch?v=ck7n2cmAQeo&fs=1&hl=en_US&rel=0]
লিংক: http://youtu.be/ck7n2cmAQeo
দুর্দান্ত লাগল ভাইয়া! আপনার মতো পরিশ্রমী বাবাই দেশটাকে বদলে দেবে
এই পরিশ্রমে আপনাদেরকেও সাথে ও পাশে চাই 🙂
দুই ফোকলা বুড়িমা দুইটাকে অনেক অনেক আদর! :love:
পরিচালক জুমানাকে দেখে মনটাই আনন্দে নেচে উঠল! :huzur:
এমন আলোকিত প্রজন্ম গড়ে তোলার সব প্রচেষ্টায় সাথে আছি..নাটিকা চলতে থাকুক। :clappinghands:
“এমন আলোকিত প্রজন্ম গড়ে তোলার সব প্রচেষ্টায় সাথে আছি..নাটিকা চলতে থাকুক।” – অনেক সাহস পেলাম। কাজের উদ্দিপনা পেলাম। আরো কাজ আসতেই থাকবে, ইন্শাআল্লাহ্।
এইসব ভিডিওগুলো আগামী দিনের বাবা-মায়ের জন্য কতটা উপকারী হবে ভাবতেই ভালো লাগছে!
দারুণ কাজ ভাইয়া! :clappinghands:
অনলাইন জগতে আপনার পরী মামণি দুজনকে মানুষ অনেকদিন মনে রাখবে, ভালোবাসবে।
আজ থেকে ১০-২০ বছর পরে আপনি আমার কথা মিলিয়ে নেবেন। 🙂
তোমার দুয়া কবুল হোক। 🙂
তবে মানুষ মনে রাখুক বা না রাখুক। যে মেসেজগুলি বলছি সেগুলি যেন তারা মানে। 🙂
সেগুলি মানতে গেলেই তো পরী দুইটার কথা মনে পড়বে ভাইয়া। 🙂
কী বলবো ভাইয়া! সিমপ্লি মুগ্ধ আমি।
আপনার মেয়েরা কী চমৎকার মানুষ হবে (ইনশাআল্লাহ্) ভাবতেই ভাল লাগে আমার।
ঠিকটা জানার পরেও অনেক সময় মেনে চলাটা কঠিন হয়ে যায়। হয়তো দেখা যাবে বাবা-মা বকাবকি করার সময়েও আপনার এই ভিডিওটার কথা ভাবছে, নিয়ন্ত্রণ করতে পারছে না। অনেক পরিশ্রম দরকার আসলে। পরিশ্রমের ফলও পাওয়া যায় অবশ্য! 🙂
হ্যাঁ, আমরা অনেকেই জানি অনেক কিছু কিন্তু মানার সময় মনে থাকে না বা মানতে পরি না। কিন্তু সন্তান লালন পালন খুবি জরুরী একটা বিষয়। হাজার হলেও মানুষ গড়ার কাজটি অনেক দায়িত্ব সহকারই পালন করা উচিত আমাদের। আশা করি অচেতনরা দেখতে দেখতে শিখবে।
পিচ্চিগুলার চিন্তাভাবনা আর কথাবার্তা খুবই দারুণ। মাশাআল্লাহ। আপনি যেই পরিশ্রম করছেন ওদের জন্য, এমন বাবাদের সংখ্যা আর এমন পিচ্চিদের সংখ্যা বাড়লে আমাদের সমাজে একটা পরিবর্তন আমরা আশা করতেই পারি।
খুব ভালো লাগলো শিবলী ভাইয়া :guiter:
ইন্শাআল্লাহ্ এমন মা-বাবা ও শিশুদের সংখ্যা বাড়বেই। এই সংখ্যা বাড়াবার জন্য কাজ করছি, দুয়া করবেন যেন সফল হই আমরা সকলে।
অসাধারণ ভিডিও, আপনার বিশ্লেষণ ক্ষমতা দেখে মুগ্ধ হলাম।