অরূপ-পরিচিতি

আমি অরুপ। আপনাদের নতুন বন্ধু। এখানে এসেছি এক কাল্পনিক পাখির হাত ধরে। জানাতে এসেছি আমার না বলা অনেক আনন্দ, অভিজ্ঞতা, হাহাকার, তিক্ততা, প্রতিবাদ এবং আরও অনেক কিছুই। আমার এই ইচ্ছা যদিও অনিশ্চয়তার ছাদে ঝুলছে, তারপরও আশাবাদ ব্যক্ত করতে দোষ কোথায়? আমার এই আশা গুলো আমার মনোবলের আকাশে দানা বাঁধছে, কিন্তু কখন যে মেঘে রূপ নিয়ে ঝরে পড়বে বৃষ্টি হয়ে! এখন কেবল সেটাই অপেক্ষা।

জন্মের পর থেকে প্রতিদিন মৃত্যুর পথেই হাঁটছি। এ পথ চলতে গিয়ে দেখা হচ্ছে কত জীবিতের সাথে। মাঝে মাঝে তাঁদের মৃত্যুর স্পর্শ পেতে হয়, তখন এই মায়া-পথের প্রতি আরও মায়া বাড়ে।  তখন মনে হয় অবিরাম জীবন ছুঁয়ে যাব, মায়ার জ্বাল বুনে যাব, ভালবেসে যাব, সম্পর্ক গড়ে যাব, কারো হাত ধরে হারাবো, তারার মত কারো জীবনের আকাশে স্থান পাবো, আলোর মত ছুটবো অন্তরের ভিতর দিয়ে, প্রলাপ করে কাঁদব, চিৎকার করে হাসব।কিন্তু অনন্ত কালের দাপটে আমার এই ইচ্ছের গলা টিপে ধরবে মৃত্যু। তখন জীবিতের সাথে মৃতের সম্পর্ক হবে স্মৃতির। ওরা মৃতের স্মৃতি চারণ করে, ভালো ভালো কথা বলে কিন্তু জীবিতের সমালোচনা করে, অবহেলা করে। আমার বেশিরভাগ দায়িত্ব তাই জীবিতের প্রতি, জীবনানুভবের প্রতি, তাঁদের কাছে থাকার প্রতি, উজ্জ্বল সব মুহুর্তে একাত্ম হবার প্রতি, একসাথে সুর মিলিয়ে কাঁদার প্রতি, নিরবে চোখের ভাষা বোঝার প্রতি।

জীবনের কাছে আমার অফুরন্ত চাওয়া আছে। যখনই সময় পেয়েছি, আমি চেয়েছি। কখনও সরবে চেয়েছি, কখনও নিরবে চেয়েছি। যা পাওয়ার সামর্থ্য রাখি, তা পেয়েছি। যা পাইনি, তা পাওয়ার যোগ্যতা চেয়েছি। যার কাছে এত চাই, তার সাথে আমার আত্মার সম্পর্ক। সে শুনেও ক্ষান্ত হয় না, আমি চেয়েও ক্ষান্ত হই না। সে আমার আপন, আমার আত্মানুভূতির সাথে একাত্ম তাঁর অস্তিত্ব।আমি তাঁকে ভালবাসি।

আমি প্রার্থনায় শক্তি পাই, সাহস পাই মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে। আমি জানি তাঁকে জীবন দিয়েই পেতে হবে। এই পাওয়ার পথে আপনারা আজ হতে সাথী হলেন। আপনাদের ধন্যবাদ।

অরূপ সম্পর্কে

আমি আমৃত্যু অমানুষ, অনিয়মের ডোরে বাঁধা, তিক্ত অভিজ্ঞতায় আঁকা এক নির্বিকার মুখ। আমার দিকে তাকালে আপনি হতাশ হবেন, মুখ ফিরিয়ে নেবেন তবে অসময়ে ফিরবেন আমার আধ্যাত্মিক টানে। আমি জাতে মাতাল, তালেও মাতাল, আমি বেতাল। এই রূপের আমিই একমাত্র স্বরূপ। আমি অরূপ।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

11 Responses to অরূপ-পরিচিতি

  1. সরব বলেছেনঃ

    প্রিয় সরব সদস্য। সরব এ স্বাগতম।

    স্বাগতম পোস্ট আমরা প্রথম পাতায় এভয়েড করতে চাইছি।

    প্রথম পাতার সব পোস্ট সবার পাঠযোগ্য যেন হয় এমন একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা থাকবে। এই পোস্ট আপনার ব্যক্তিগত পাতায় থাকবে। সবাই মন্তব্য ও কমেন্ট করতে পারবেন।

    নিয়মিত পোস্ট, কমেন্ট করতে থাকুন।
    সবাই মিলেই সরব এর মান এবং পরিবেশ ঠিক রাখা সম্ভব হবে।

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    সরব এ স্বাগতম :welcome:

    বেশ লেগেছে।

    নতুন সরবদের পাশে পেলে ভালো লাগে দারুণ 😀

    (আমাদের অনেক সরব এর প্রথম এই রকম পোস্ট কিন্তু প্রথম পাতা থেকে সরে গিয়েছিল মন খারাপ করবেন না যেন আবার!)

    • অরূপ বলেছেনঃ

      ধন্যবাদ। মন খারাপ করলে সময় অপচয় হবে, আর সেটা আমারই ক্ষতি। নিজের কারনে যে ক্ষতি হয়, সে ক্ষতির দায়ভার নেয়ার মত শক্ত কাঁধ আমার নেই। :happy:

  3. ফিনিক্স বলেছেনঃ

    :welcome: অরূপ!

    নতুন বন্ধুকে পেয়ে খুব ভালো লাগছে। তাও আবার তার চাওয়াটা এমন, জীবনানুভবের প্রতি!
    আমিও তাই, আমার নামটাই যে এমন।
    মৃত্যুকে ছুঁয়ে জীবনের স্বপ্ন-আশা বাঁচিয়ে তোলাই তো আমার কাজ!

    লেখার টোন দারুণ লাগল।
    ইনট্রো পোস্টেই ভাব বোঝা গেছে কিছুটা।
    আশা করি এটা ধরে রাখবে এবং আরও আরও পোস্ট দিয়ে পাঠকের জীবনানুভূতিকে ছুঁয়ে যাবে। :beshikhushi:

    অফটপিক-
    ‘অরূপ’ নামটা আমার খুব প্রিয় একটি চরিত্রের নাম। 🙂

  4. সামিরা বলেছেনঃ

    ভাল লাগলো তো প্রথম লেখাটা! 😀
    নিয়মিত আশা করছি।
    :welcome:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।