পলকে চাহিনু যারে: রবীন্দ্রনাথের ছেঁড়া পাতা

রবীন্দ্রনাথ ঠাকুর, এমন একজন মানুষ, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো কিছুই নেই। শুধু তাই না, তাঁর সম্পর্কে লিখার মতো সাহস কিংবা যোগ্যতা কোনটাই আমার নেই, আর সব কিছু বাদ দিলেও, আমাদের ভাষার এইযে বানান রীতি, তার অনেকখানিতেই রয়েছে এই মহামানবের লেখনীর ছোঁয়া। এই আমরা, যারা সবাই এই সরবকে তুলে ধরার চেষ্টা করছি একটি ভিন্ন মাত্রার প্ল্যাটফর্ম হিসেবে, তাদের সবাই একটা কথাতে বিশ্বাস করি, রবীন্দ্রনাথ ঠাকুর এই ভাষাটাকে এগিয়ে নিয়ে এসেছেন শত বছর। লিখে গেছেন অসংখ্য গান, কবিতা, গল্প, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস এমনকি ছবিও……

আর বাংলা ভাষার বানানের সেই ধারাটি ধরে রাখতে আমরা চেষ্টা করে যাই যতটুকু সম্ভব কম বানান ভুল করে এক একটা শব্দের গাঁথুনি নতুন স্বপ্ন বুনে যেতে। সরব ফিনিক্স আর সরব সামিরার বানান বিভ্রাট বিষয়ক এই পোস্টগুলিই তার সাক্ষী, এই আমাদের মতো হাজারো মানুষের ভালোবাসা, আর নিরন্তর প্রচেষ্টাই বাংলা ভাষাকে নিয়ে যাবে আরো অনেক দূর…

তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের একটা ছোট্ট প্রচেষ্টা, তার জীবনের চুম্বক অংশগুলোকে একপাতায় তুলে ধরার একটা ছোট্ট চেষ্টা করেছি আমরা। “এক পলকে রবীন্দ্রনাথ” ভীষণ ভারী একটা কথা, তবু চেষ্টা করেছি মানুষটাকে তুলে ধরতে, জানি অনেক কিছুই হয়তো বাদ পড়ে গেছে, এই এতোটুকু হলেও…

বড়ো করে দেখতে চাইলে ছবির উপর ক্লিক করুন।

 

 

নিস্তব্ধ শৈশব সম্পর্কে

জন্মেছি যখন মানুষ হয়ে, লড়ে যাবো ভালোর হয়ে, এক নতুন ভোরের অপেক্ষায়...
এই লেখাটি পোস্ট করা হয়েছে আঁকি বুকি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

30 Responses to পলকে চাহিনু যারে: রবীন্দ্রনাথের ছেঁড়া পাতা

  1. ফিনিক্স বলেছেনঃ

    অল্প কথায় যেন অনেক কথাই বলা হয়ে গেল।
    ইনফোগ্রাফিক্সটা দুর্দান্ত!

    কবিগুরুকে নিয়ে সত্যিই খুব বেশি কিছু বলার নেই।
    কারণ মেঘ-বৃষ্টি হলেই বাঙালির মনের মাঝে গুনগুনিয়ে ওঠে, ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’।
    আবার বৈশাখের প্রথম দিনে ডানা মেলে, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’।
    এই তো একটু আগেই রবীন্দনাথের ‘সে’ পড়ছিলাম।
    ঠিক এই মুহূর্তে আমারই মত আরও কত কত মানুষ তাঁর রচিত গান গাইছেন, গল্প পড়ছেন।
    এইরকম একটা মানুষকে কি ভাষার সীমিত শব্দভাণ্ডারে সত্যিই বাঁধা যায়?

    তবু রবীন্দ্রনাথের প্রতি এই শ্রদ্ধা নিবেদনের ছোট্ট প্রচেষ্টার জন্য সরবকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। :beshikhushi:

    • আমি আসলে ভেবে পাই না, একটা মানুষ এতোকিছু কী করে করে যেতে পারলেন……

      অসামান্য বললেও কম হবে, শ্রদ্ধা আর অসীম ভালোবাসা তার জন্য……

      আর সরবের জন্য কিছু করতে পেরেও ভীষণ ভালো লাগে কেন জানি, মনে হয় একটা পরিবারের জন্য কিছু করা……

      • ফিনিক্স বলেছেনঃ

        ঠিক তাই।
        সরব পরিবারকে এতটাই ভালোবেসে ফেলেছি যে সেই পরিবারের একজনহয়ে একটুখানি কন্ট্রিবিউট করতে পারলেই ভীষণ আনন্দ হয়! :beshikhushi:

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    এই কারণেই সরব এত প্রিয়! এত চমৎকার সব ইনোভেশন!

  3. শারমিন বলেছেনঃ

    ইনফোগ্রাফিক্সটা দারুণ হয়েছে ভাইয়া 😀

  4. তিষা বলেছেনঃ

    দুর্দান্ত! একটা ছবি দিয়েই কত্তগুলা তথ্য! দেখতেই ভাল্লাগে! :happy:

    আর কবিগুরুর কথা কি বলব! আমার ছোটবেলা কেটেছে তাঁর লেখা গান শিখতে শিখতে। এতগুলো শিখেছি যে এখন আর মনেই করতে পারিনা। এমনিতেই গান ছাড়া আমার জীবন অচল লাগে। তার উপরে কবিগুরুর লেখা গানগুলোই একজন মানুষকে সারাজীবনের জন্য আচ্ছন্ন করে রাখতে যথেষ্ট! অন্যান্য দিকের কথা নাহয় বাদ ই দিলাম!

    ইনফোগ্রাফিক্স ভাল্লাগে। :love:

  5. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    সৃষ্টিশীল কাজ। ভালো লাগলো।
    অজস্র ধন্যবাদ সরব শৈশবকে 🙂

  6. একুয়া রেজিয়া বলেছেনঃ

    বাহ! দারুন।
    কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা 🙂

  7. সামিরা বলেছেনঃ

    দারুণ একটা পোস্ট। :clappinghands:
    বড় বড়, ভাল ভাল মানুষদেরকে নিয়ে এরকম আরও ইনফোগ্রাফিক্স দেখতে চাই ভবিষ্যতে।

  8. অক্ষর বলেছেনঃ

    উফফ ! ফটোগফুর ওরফে সরব শৈশব আপনারা আছেন বলেই ‘সরব’ আসলে সরব। :love:

  9. অরূপ বলেছেনঃ

    চমৎকার লেগেছে!
    এরকম তথ্যবহুল ছবি আরও প্রয়োজন ভাইজান। যদিও কবিগুরু তো কবিগুরু, তারপরও আর যারা আছেন গুণী ব্যাক্তি, তাঁদের নিয়েও এমন ছবি হলে আমরা পাঠক রা আরও উৎসাহী হবো পাঠে।

  10. রাইয়্যান বলেছেনঃ

    ইনোভেশন!! 😀

  11. মাশুদুল হক বলেছেনঃ

    গ্রাফিক্সটা দারুন হইছে 🙂

  12. অবন্তিকা বলেছেনঃ

    দারুন বললে ভুল হবে দাদা, একদম দুর্দান্ত! :fire:

  13. নিলয় বলেছেনঃ

    অসাধারণ ইনফোগ্রাফিক্স! Hats off, শৈশব ভাইয়া! :huzur:

    এত কষ্টের দারুণ ফসল এই পোস্ট, আর আপনি কিনা বলেন, লেখার পিছনে সময় দিতে পারেন না! 😯

    “এই জন্যই সরব এত্ত প্রিয়” :yahooo:

  14. বোহেমিয়ান বলেছেনঃ

    এই রকম কাজ আরও চাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।