আঁকি বুকি-০৬

অনেক দিন পর আবার ব্লগর ব্লগর করতে লিখতে বসলাম। ক্লাস নেই, থিসিস শিকেয়-এর মধ্যে সময় কাটাবার জন্য (অ)-কাজ আঁকা আঁকি চালিয়ে যাচ্ছি। শেখার যা দেখছি কোন শেষ নেই-একটা ছবি আঁকি, কদিন ভাল লাগে-তার পরেই মনে হয় কি ঘোড়ার ডিম আঁকলাম। আবার অন্য কিছু আঁকানর চেষ্টা-এই ভাবে চলতেছে। তবে একটা জিনিস কিছুটা বুঝতে পেরেছি যে আমরা বাইরের যত যাই ছবি দেখে হাঁ করে তাকিয়ে থাকি না কেন বিষয় গুলা একদম সহজ করেই শুরু করতে হয়। ছবিতে যত ডিটেলিং দেখা যায় তার গোটাটাই আসলে শেষের কাজ-এর আগে মূল কাজটা হচ্ছে ড্রয়িং এবং ড্রয়িং এর প্রথম ধাপ আসলে একটা বা দুটা লাইন! তারপর জেশচার তারপর তাতে একটু একটু করে মাংস চাপান। পরে কালারিং এবং তার আরো পরে ডিটেলিং। ড্রয়িং এর কাজটাই সবথেকে কঠিন! এই জিনিসটাই ২ বছর ধরে মাথায় ঢুকানর জন্য ভাইয়ারা তাগাদা দিচ্ছিলেন!

তেমন কিছু লেখার আসলে পাচ্ছি না যারা আগ্রহী তারা ইউটিউব ঘাটলে অনেক অনেক টিউটোরিয়াল পাবেন। Mark Chriley এর কিছু ভিডিও দেখতে পারেন। আর পারলে Christopher Heart এর কমিক বুক সিরিজের বই গুলা নামাতে পারেন আমার অনেক কাজে দিচ্ছে।

এবার কিছু ছবি! সব পোস্টে দেই ৪ টা ছবি এবার অনেক দিন পর তাই বোনাস দুইটা ছবি!=)

০১।

কে কে কলেজে থাকতে টি এন টি তে বক বক করছেন?
২।
মৌমাছি মৌমাছি


০৩।
তিব্বতি সাধু আঁকার চেষ্টা


০৪।
অভিযাত্রী টাইপ সিরিয়াস কোন কিছু ধরে নেন!


এবার বোনাস ছবি! ছবিতে হালকা কেরদানি করার (বৃথা) চেষ্টা করতে গেছি।:P

০৫।
কৃষ্ণ


০৬।

ঈদ ফ্যাশান- 😛  এইটা অবশ্য রেফারেন্স ছবি দেখে দেখে আঁকা।


সব গুলা ছবি ই মুটা মুটি ডিজিটালে আঁকা। জিনিয়াস ইজি পেন i405 ব্যবহার করে। সবাইকে ধন্যবাদ।=)

 

 

 

 

এই লেখাটি পোস্ট করা হয়েছে আঁকি বুকি, কার্টুন, পাগলামি, বিবিধ, হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

11 Responses to আঁকি বুকি-০৬

  1. সামিরা বলেছেনঃ

    আবারো! 😀 লাইক আ বস! :clappinghands: :clappinghands:

  2. বৈরাগী বলেছেনঃ

    প্রথম ছবিটা দেখে কলেজের কথা মনে পড়ে গেলো। 🙂 এমনই কি করতাম? :thinking: মনে হয় তাই ই। 😛 তবে মজা পাইসি :happy:

  3. ফিনিক্স বলেছেনঃ

    ইয়েই কত্তদিন পর ইঁদুরের আঁকিবুকি দেখলাম! :happy:
    অবশ্য বেশিরভাগই ফেবুতে ইতিমধ্যে দেখে ফেলেছি, তারপরেও আরেকবার দেখে অনেক ভালো লাগল। :penguindance:

    মৌমাছিটা কি রানি মৌমাছি? 😛
    অভিযাত্রী দেখে পুরনো দিনের প্রিন্স অব পার্সিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। 😀

  4. মাশুদুল হক বলেছেনঃ

    ওরে বাবা! ব্যাপক ভাবে মুগ্ধ
    তিব্বতী সাধু আর পরেরটা দারুন

  5. মাশুদুল হক বলেছেনঃ

    ফেবুতে আমারে একটা অ্যাড মারেন কোন প্রব্লেম না থাকলে
    https://www.facebook.com/masshood

  6. আপনার পোস্ট পাইলেই দৌঁড়ায়ে আসি, দুর্দান্ত কিছু ছবি দেখবো আর হিংসাবো দেখে!! একটা কাজ করে ফেলেন না, আমাদে জাতীয় দলের একটা ছবি দিয়া দেন না, এই যে সব স্টার যারা আছে আমাদের! 😛

  7. অবন্তিকা বলেছেনঃ

    দারুন! :clappinghands: :clappinghands:

  8. একুয়া রেজিয়া বলেছেনঃ

    ফাটাফাটি সব ছবি দেখছি 😯
    ঈদ ফ্যাশান পিকটা দারুন লেগেছে। মেয়েটার চুলগুলো একদম আমার মত 😐

  9. ইঁদুর বলেছেনঃ

    সবাইকে অনেক ধন্যবাদ।=)

  10. নিলয় বলেছেনঃ

    অস্থির সব ছবি! 😯
    কৃষ্ণ superb! প্রশংসা করার ভাষা পাচ্ছি না আসলে!
    :huzur:

  11. সত্যান্বেষী বলেছেনঃ

    ওরে! :huzur:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।