জাত

কেউ জামা-কাপড় ছিঁড়ে জাতে উঠে।
কেউ জামা-কাপড় ছোট করে জাতে উঠে।
কেউ শব্দের সাথে “ড়” যুক্ত করে জাতে উঠে।
চর্বির পেছনে দৌড়ে জাতটা ধরে রাখা দায়।
এত মেখে এত খেয়ে জাত হাত গলে পালায়।

উফ! জাতটা কত উঁচুতে!
আহারে! শুরুটা কতটা নীচুতে!

ইয়াদ সম্পর্কে

সারাদিন আগডুম বাগডুম ভাবি! মন খারাপ থাকলে নিজেই নিজেকে কাতুকাতু দেই! মন ভালো থাকলে উলিয়া উলিয়া করি!
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, বিবিধ-এ এবং ট্যাগ হয়েছে স্থায়ী লিংক বুকমার্ক করুন।

8 Responses to জাত

  1. ফিনিক্স বলেছেনঃ

    জাত নিয়ে দেখি জাঁতাজাঁতি গুঁতোগুঁতি শুরু হয়ে গেল! 😯

  2. সাদামাটা বলেছেনঃ

    “আহারে! শুরুটা কতটা নীচুতে!” :slap:

  3. মাশুদুল হক বলেছেনঃ

    কেউ শব্দের সাথে “ড়” যুক্ত করে জাতে উঠে।

    একজন টিচারের কথা মনে পইড়া গেল 🙄

  4. ড় না ঢ়, কোনটা দিয়া বেশি জাতে উঠা যায় রে????

    দারুণ লেগেছে! অতীবও সত্য কথা! 😀

  5. বোহেমিয়ান বলেছেনঃ

    এই রকম ফরম্যাট ফায়ারফক্সে প্রবলেম করে

  6. জ্ঞানচোর বলেছেনঃ

    জাতের কথা চিন্তা করে কি, লেখাটা পুঁচকে করে ফেলা হয়েছে।
    আরো বড় বড় লেখা চাই। 🙂 কবিদের একটা জাত আছে না?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।