কিনাদি’স স্পেশাল আগডুম বাগডুম পোস্ট-১

ছোটবেলায় যখন পাঁচটাকার পেনসিল ব্যবহার করতাম, তখন স্কুলের সামনে দোকানে ১০ টাকার একটা পেনসিল দেখলাম, খুব সুন্দর। আম্মাকে বলতেই খেলাম ঝাড়ি, “দুইদিন আগে একটা পেনসিল কিনে দিসি!আগে এইটা শেষ করো।” :wallbash: এদিকে ক্লাসের প্রায় সবাই ওই পেনসিলটা কিনে ফেলেছে :haturi: আমার দুঃখ দেখে কে! মন মেজাজ খারাপ হলো। ভালোভাবে চাইসি তো তাই দেওনাই।  :wallbash: শোকেসের কোনায় আব্বা ভাংতি টাকা রাখতেন, সেখান থেকে এক টাকা-দুইটাকা করে চুরি করে একদিন আমি দশ টাকার গর্বিত মালিক হয়ে গেলুম :beshikhushi: । টাকাগুলো জ্যামিতি বক্সে রাখা আছে। আজ বাদে কাল পেন্সিল কিনে ফেলবো। এমন সময় ভাইয়া আমার জ্যামিতি বক্স ধরলো, আমার চিল্লাচিল্লি দেখে কে! আমি জ্যামিতি বক্স নিয়ে দৌড়! ভাইয়া আমার চিল্লানি আর দৌড়ানি দেখে বুঝে ফেললো ডাল মে কুছ কালা হ্যয়! আমার পিছনে দৌড়! ভাইয়ার সাথে আমি পারবো কেন? আমার জ্যামিতি বক্স থেকে ১০ টাকা বের হলো।  :voypaisi: বকা মাইর কোনটাই খাইনাই কিন্তু এখনো আপু ভাইয়া এইটা নিয়ে খেপায় ।

চুরির কাহিনী যখন বলতেসি তখন আরেকটু বলি। আমি ছোটবেলায় যেই স্কুলে পড়তাম সেই স্কুলের মুরগীর খাঁচায় করে (স্কুল ভ্যান) আমাকে আনা-নেয়া করতো। আমি যেই খাঁচায় করা আসতাম সেই মামা প্রায়ই দেরী করে বাসায় দিয়ে যেতো। একদিন এরকম সারা স্কুল খালি, আমি ঘুরছি। এক কোনায় মামা আচার নিয়ে বসে থাকতো। তাকিয়ে দেখি মামা নাই কিন্তু আচার আছে। আমি গিয়ে নিজের মনে করে একটা তেতুলের বল নিলাম। এখন এইটা মনেহয় ১০ টাকা দিয়ে বেচবে, তখন এটা ১ টাকার ছিলো। খাইতে গিয়া জিহবার ছাল উঠে গেসিলো। সব ঝাল লাগে, বাসায় না পারি কইতে না পারি সইতে। :voypai
আরেকবার টিফিন টাইমে ঘুরতেসি। বাসায় টাকা চাইলে টিফিন ধরায়া দিত।  আইসক্রিম দেখে এত্ত লোভ লাগলো। মামার এখানে অনেক ভীড়। মাথায় তো বান্দ্রামী বুদ্ধির অভাব নাই। ভীড়ের মধ্যে হাত ঢুকায়া বললাম, ‘মামা আমার আইসক্রীম দেন’। মামা মনে করসে আমি আগেই টাকা দিসি, আমাকে আইসক্রীম ধরায়া দিলো।  :penguindance:

( মামা দুইজনের চেহারা ভুলে গেসি, নইলে একদিন গিয়া মাফ চায়া আসতাম। আল্লাহ আমাকে মাফ করে দিও। 🙁

আর মনেহয় চুরি টুরি করিনাই, মনে পড়তেসেনাহ্‌! :nono:

আগডুম বাগডুম পোস্টের সার্থকতা রক্ষা করতে আরেক কাহিনী বলিঃ

আমার এক ফ্রেন্ড আছে অতিমাত্রায় আঁতেল, যে এখন বুয়েটে পড়ছে, তার অতি বান্দর একটা ছোটভাই আছে। একদিন সে বন্ধুদের নিয়ে কি জানি বান্দ্রামী করতেসিলো। একজন লোক এসে তাদেরকে খুব ঝাড়ি দিল। ফ্রেন্ডের ছোটভাই গেল ক্ষেপে  পরের দিন সে কোথায় যেন যাচ্ছিলো, পথে ঐ লোকের সঙ্গে দেখা হলো। সে বিড়বিড় করে বললো, “আছাড় মারমু কৈলাম” :mathagorom: লোকটা ছেলের ব্যাবহারে চমৎকৃত হলো। কে জানে হয়তো আগের দিনের ব্যাবহারের জন্য খানিকটা লজ্জিতও হলো। খুশি হয়ে লোকটা উত্তর দিল, “ওয়ালাইকুম সালাম” :rollinglaugh:

একটা কুইজঃ আদমশুমারী আছে, হাওয়াশুমারী নাই ক্যান? ❓

কিনাদি সম্পর্কে

মাথা নষ্ট পাবলিক
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

23 Responses to কিনাদি’স স্পেশাল আগডুম বাগডুম পোস্ট-১

  1. বোকা মানুষ বলেছেনঃ

    আছাড় মারমু কইলাম! চরমস!!! পুরা সেই রকম! আপনি তো হেবি … ছিলেন!

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    হাহা!! ব্যাপক!! =))
    বান্দ্রামী শব্দটা ভালো পাইলাম!

    আইসক্রিম এর টা মজা পাইলাম! মামার জন্য সমবেদানা 😛

    আমি বিড়বিড় করে কী বললাম শোনার দরকার নাই 😛

  3. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    আদমশুমারী আছে, হাওয়াশুমারী নাই ক্যান?

    আদম ভুত ডিস্টার্ব করে কিন্তুক হাওয়া(বাতাস) জিনিসটা ভালু,তাই………রিস্কি জিনিসের হিসাব রাখতে হয় 😀

    “আছাড় মারমু কৈলাম”
    “ওয়ালাইকুম সালাম” :rollinglaugh:

  4. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    মজা পাইলাম ব্যাপক :rollinglaugh: :rollinglaugh:

  5. প্রজ্ঞা বলেছেনঃ

    :rollinglaugh:

    হাহা কিনাদিপু! আপনি তো পুরাই বস! :huzur:

  6. শিশিরকণা বলেছেনঃ

    আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
    কি নাম দিব কত সুন্দর লিখে….
    হাহা!! ব্যাপক!! :dhisya:

  7. নিশম বলেছেনঃ

    পুররাই :dhisya: :dhisya: হইছে !!!!

    ছুটুবেলায় আমি কখনো চুরি-চামারি করিনাই 😛 😛 কিন্তু বড় হয়া কইচ্চি 😛 তয়, ছুড্ডু ছুড্ডু চুরি, ১০-২০ টেকা 😛 😛 আমার আব্র চুরি কইত্তে ডর করে 😛

    কিনাদি, ইউ আর গ্রেট !!!! পিলাস !

  8. ফিনিক্স বলেছেনঃ

    কিনাদি’স স্পেশাল আগডুম বাগডুম ভালোই লাগছে। 😀

    বিড়বিড় করা সালামের সাথে পূর্ব পরিচিত। একজন আত্মীয়ের কাছে অনেক দিন আগে এইরকম একটা গল্প শুনেছিলাম।

  9. মুবিন বলেছেনঃ

    চরম হইছে।
    হাসতে হাসতে অবস্থা খারাপ :rollinglaugh:

  10. নিলয় বলেছেনঃ

    আপনার লেখা পড়লেই হাসি থামাতে পারি না =)) :rollinglaugh:
    মারাত্মক 😆

  11. গাঙচিল বলেছেনঃ

    🙄
    “আছাড় মারমু কৈলাম”
    “ওয়ালাইকুম সালাম”
    হাসতেই আছি।।
    :happy:
    আমার গোল্ডফিশের স্মৃতিশক্তি। ছোটবেলার কাহিনী তেমন কিছুই মনে নাই।
    🙁

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।