গোপন সূত্রে প্রাপ্ত খবরঃ এসএসসি-এইচএসসির জিপিএর ভিত্তিতে সরকার আর যা যা নির্ধারণ করবে

আপনারা ইতোমধ্যে জেনে গেছেন মেডিকেলে আর ভর্তি পরীক্ষা হচ্ছে না। সরকার এসএসসি এবং এইচএসসির জিপিএর ভিত্তিতে সরকারী মেডিকেল কলেজগুলোতে ছাত্র-ছাত্রী ভর্তি করাবে। এটা এই ডিজিটাল সরকারের একটি হঠকারী থুক্কু একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এতে করে সরাকারের অনেক ব্যয় কমবে যা দিয়ে প্রমত্তা পদ্মার উপর একখানা দুইতলা সেতু হবে।

গোপনসূত্রে জানা গেছে সরকার তাদের ব্যয় সংকোচনের জন্য আরো বেশ কিছু বিষয়ে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসির জিপিএর ভিত্তিতে সিদ্ধান্ত নিবে।

যেমনঃ

  • সরকারী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বিসিএস পরীক্ষার পরিবর্তে এখন এসএসসি-এইচএসসির জিপিএ দেখা হবে। তবে কোটাগুলোর ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারণী মহল এখনো কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারে নি।
  • বিয়ের ক্ষেত্রেও জিপিএ দেখা হবে। যাদের ইংরেজিতে জিপিএ ৫ নেই তারা সিটি কর্পোরেশেন এলাকার মেয়ে বিয়ে করতে পারবে না।
  • বাচ্চা নেয়ার ক্ষেত্রে বাবার এসএসসি-এইচএসসির জিপিএর যোগফল ৯ কিংবা তদুর্ধ এবং মায়ের গার্হস্থ্য অর্থনীতিতে জিপিএ ৫সহ মোট জিপিএ ৯ কিংবা তদুর্ধ থাকতে হবে।
  • মারা যাওয়ার পর যারা ডাবল গোল্ডেনধারী শুধুমাত্র তাদেরকেই আজিমপুর কবরস্থানে কবর দেয়া হবে।
  • সরকারী দল এবং বিরোধী দলের সংস্কারপন্থীদের দাবি জাতীয় নির্বাচনও যাতে জিপিএর ভিত্তিতে হয় যদিও মূল ধারার নেতারা এই দাবিকে ধোপে টিকতে দেন নি।
  • সরকার আরো সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হলে অ্যাকাউন্টিঙে জিপিএ ৫ থাকতে হবে। তবে সরকালদলীয় এমপির আত্নীয়-স্বজনদের জন্য এ নিয়ম শিথিল যোগ্য।
  • বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে হলে বোটানিতে জিপিএ ৫ থাকতে হবে।
  • চিড়িয়াখানায় ক্রমবর্ধমান পর্যটকদের চাপ কমানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রাণিবিজ্ঞানে জিপিএ ৫ না থাকলে চিড়িয়াখানায় ঢুকতে দেয়া হবে না।
  • যারা গণিতে জিপিএ ৫ পায় নি তাদের বইপত্র, জামা-কাপড় গণিমতের মাল হিসেবে গণ্য হবে।
  • যেসব কৃষক কৃষিশিক্ষায় জিপিএ ৫ পেয়েছে শুধুমাত্র তাদের ধানই নায্যমূল্যে কেনা হবে।
  • যারা ফিজিক্সে জিপিএ ৫ পায় নি তাদেরকে ফিজিতে নির্বাসনে পাঠানো হবে।
  • রসমালাই যারা পছন্দ করে তারা যদি রসায়নে জিপিএ ৫ না পায় তবে তারা আর রসমালাই খেতে পারবে না।
  • যাদেরকে প্রায়শ বাংলা বাজার এবং বাংলা মোটরে আসা যাওয়া করতে হয় তারা যাতে বাংলায় জিপিএ ৫ পাওয়ার প্রমাণপত্র সাথে রাখে নতুবা তাদেরকে এই দুই এলাকায় ঢুকতে দেয়া হবে না।
  • সাইকেল চালাতে হলে সাইকোলজিতে জিপিএ ৫ থাকতে হবে তবে যাদের মোটর সাইকেলের পিছনে ছাত্রলীগ লেখা তারা এই ঘোষণার আওতামুক্ত।
  • মসজিদে সামনের দুই কাতারে নামাজ আদায় করতে হলে ইসলাম শিক্ষায় অবশ্যই জিপিএ ৫ থাকতে হবে।
  • পৌরসভার ভিতর জায়গা কিনতে হলে পৌরনীতিতে জিপিএ ৫ থাকা বাধ্যতামূলক।
  • যে কোন ম্যাজিক শোর টিকেট সামাজিক বিজ্ঞানে জিপিএ ৫ প্রাপ্তরা ফ্রি পাবে।
  • অর্থনীতিতে জিপিএ ৫ প্রাপ্তদেরকে এখন থেকে অর্থোপেডিশিয়ানরা ফ্রি চিকিৎসা দিবেন।
  • পাতিহাঁস পালতে হলে ইতিহাসে জিপিএ ৪ এবং রাজহাঁস পালতে হলে ইতিহাসে জিপিএ ৫ থাকা বাধ্যতামূলক।
  • কারাগারের যেসব আসামীর যুক্তিবিদ্যায় জিপিএ ৫ আছে তাদেরকে মুক্তি দেয়া হবে।
  • লাস্ট বাট নট দ্যা লিস্ট, যদি কোন নায়িকা শাকিব খানের সাথে সিনেমা করতে চান তবে তাকে পরিসংখ্যানে জিপিএ ৫ থাকতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকালদলীয় এক নেতা জানিয়েছেন, সামনে আরো চমক অপেক্ষা করছে।

আমরা চমকের অপেক্ষায় থাকলাম।

[অলস মস্তিষ্কের অলীক কল্পনা প্রসূত এই লেখাখানার সহিত কেহ কোন মিল খুঁজিয়া পাইলে তাহার জন্য পাঠক দায়ী থাকিবেন, লেখক নন]

মুবিন সম্পর্কে

দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা। আমি যে বেকার, পেয়েছি লেখার স্বাধীনতা।।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ, রম্য-এ এবং ট্যাগ হয়েছে , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

23 Responses to গোপন সূত্রে প্রাপ্ত খবরঃ এসএসসি-এইচএসসির জিপিএর ভিত্তিতে সরকার আর যা যা নির্ধারণ করবে

  1. ফিনিক্স বলেছেনঃ

    মুবিন ভাইয়া কী যে এক চিড়িয়া লিখলেন রে ভাই! 🙄 🙄

    লাস্ট বাট নট দ্যা লিস্ট, যদি কোন নায়িকা শাকিব খানের সাথে সিনেমা করতে চান তবে তাকে পরিসংখ্যানে জিপিএ ৫ থাকতে হবে।>> এইটাতে দ্বিমত আছে ভাইয়া। নায়িকার পরিসংখ্যানে না, স্বাস্থ্যে (ওজনে) জিপিএ ৫ থাকতে হবে। 😛

  2. সামিরা বলেছেনঃ

    দুঃখের হাসির ইমোটা কই গেল? 😐

  3. মাধবীলতা বলেছেনঃ

    খুব হাসি পাইল, কিন্তু হাসতে পারলাম না তেমন। ভাইয়া আপনি মনে হয় অধিক শোকে পাথথর হইয়া আছেন! 😛

    ভাইয়া আমার জিপিএ পাঁচ আছে, দুঃখের হাসির ইমোটা দরকার। :crying:

  4. বোহেমিয়ান বলেছেনঃ

    =)) =))

  5. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    বিয়াপক হাসলাম। কালকে পড়েছিলাম।

    আসলেই দুঃখে পাথর হবার অবস্থা। কিছু কিছু সিদ্ধান্ত শুনলে খুব বেশি অবাক হই। মানবিক বুদ্ধিতে এইসব আইডিয়া আসার কথা না নীতিনির্ধাকরদের মাথায়। এমন সিদ্ধান্ত নিতে মানবিকতা ও চিন্তা করার যোগ্যতা লোপ পেতে হয়

    • মুবিন বলেছেনঃ

      রোজা রেখে মিটিং করায় বোধহয় হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছিলেন নীতি নির্ধারকরা। হাইপোগ্লাইসেমিয়ার সময় তো চিন্তাশক্তি লোপ পায় মাঝে মধ্যে।

  6. বৈরাগী বলেছেনঃ

    জিপিএ ৫ না থাকলে কি এই লেখাটা পড়া এবং এতে কমেন্ট করা যাবে? :thinking:

  7. অবন্তিকা বলেছেনঃ

    অসম্ভব কিছুই না ভাইয়া! পোস্টটা খুব ভালো লেগেছে। কিন্তু বাচ্চাগুলার কথা মনে হলেই খুন খারাপ লাগে।

  8. অন্তরা মিতু বলেছেনঃ

    মারহাবা মারহাবা………. 🙂 ……… লেখকের নেটওয়ার্ক খুবই স্ট্রং মালুম হইতেসে…….. 🙂

  9. অন্তরা মিতু বলেছেনঃ

    বৈরাগী বলেছেন :
    অগাষ্ট 14, 2012 at 12:21 পুর্বাহ্ন

    জিপিএ ৫ না থাকলে কি এই লেখাটা পড়া এবং এতে কমেন্ট করা যাবে? :thinking:
    Reply

    মুবিন বলেছেন :
    অগাষ্ট 14, 2012 at 4:32 অপরাহ্ন

    এ বিষয়ে সরকারের গোপনসূত্র থেকে এখনো কিছু জানা যায় নি 😐

    =)) =)) =)) =)) =))

  10. শুকপাখি বলেছেনঃ

    মেডিকেলে ভর্তি কিভাবে হবে -এ ব্যাপারে সরকারের একটা ঘোষণা আসা উচিত।এতগুলো স্টুডেন্টকে সিদ্ধান্তহীনতায় রাখার কোন কারন থাকতে পারে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।