পাখি আমার একলা পাখি
ঘরছাড়া বন্য পাখি
মনের খাচায় বন্ধী থাকা
কাচা হলুদ ময়না পাখি
সেই পাখিটারে ছুতে আছে মানা
ছুতে গেলেই ছোট পাখি ঝাপটে উঠে ডানা
হলুদ বরণ সেই পাখিটার আকাশতেই সব সুখ
বুকের মাঝে লুকিয়ে রাখে হাজার কষ্ট দুঃখ
একলা থাকা সেই পাখিটার সাথে আমার সন্ধি
আমরা হলাম বৃত্ত প্রাণী
তাই বৃত্তের মাঝে বন্দি
কালপুরুষ সম্পর্কে
অতি সাধারণ মানুষ , খাঁটি বাংলায় যাকে বলা হয় "বেগুন (যার কোন গুণ নাই)
স্বপ্ন দেখতে ভালবাসি স্বপ্ন দেখাতে ও । আত্মকেন্দ্রিক মানুষ , নিজের গণ্ডির মাঝে বাস করি , বাহিরের জগত খুব একটা আকর্ষণ করে না।
বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়য়ে computer science এ অধ্যয়নরত ।
এই লেখাটি পোস্ট করা হয়েছে
বিবিধ-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
বানান বানান!
ছুতে>ছুঁতে
বন্ধী>বন্দী
🙁
কম্পিউটার বিজ্ঞানী। একটু সায়েন্তিফিক কবিতা চাই। 8)
কবিতার নাম অসাধারণ। আইডিয়াটা চরম। কিন্তু, শুরুর দিকটা পড়ে মন খারাপ হয়ে গ্যাছে। 🙁
মনে হয়েছে, আরেকটু সময় দিয়ে লিখলে হয়তো আরো ভালো কিছু পেতাম। 🙂
🙁 🙂
পাখির জন্য ভালোবাসা।
:love: