লেখালেখির মত একঘেয়ে এবং ক্লান্তিকর বিষয়ে আমি যোগ দিব, একথা ঘুণাক্ষরেও আমার মনে উদয় হয়নি।
প্রথমতঃ বয়স একটা বাধা। তবে এ কথাটা হয়তো সবার জন্য প্রযোজ্য নয়। কারণ আমি অনেককেই দেখেছি, ছোট বয়স থেকেই লেখালেখি শুরু করে, ব্লগিং না হোক, অন্তত গল্প স্বল্প লেখে; এবং তাদের লেখার হাতও চমৎকার! অন্যদের কথা জানি না, আমার একটা ডায়েরি আছে, তাতে আমি মাঝে মাঝে হাবিজাবি গল্প-কবিতা লেখার ব্যর্থ এবং অপ্প্রচেস্টা চালাই। কিছুক্ষন লেখার পর মনে হয়, কী লিখলাম এতক্ষণ পড়ে দেখি তো? পড়ার পর মনে হয়……
থাক, বলে আর কাজ নেই।
দ্বিতীয়তঃ আমি কোনো কিছুতেই এতটা মনোযোগ দিতে পারি না। মনোযোগ দিয়ে একটানা এক ঘণ্টা পড়া মনে হয় না কখনো আমার দ্বারা হয়েছে। আর লেখা? অসম্ভব। অন্তত কম্পিউটারের বিনোদনের মাধ্যম বাদ দিয়ে লেখালেখি, এ কথা আমি কল্পনাও করতে পারি না।
তবে মাঝে মাঝে মনে হয়, আমাদের চারপাশে সকল দুর্যোগের মাঝেও যেন শুরু হয়েছে পরিবর্তন। এই পরিবর্তন একদিনে শুরু হয়নি, একজন শুরু করেননি। মানুষ ধীরে ধীরে জেগে উঠছে।
এই কথাগুলো আমরা অনেক শুনি। আবার শুনলে বক্তৃতার মত মনে হয়। তবু কথাগুলো সত্য। সত্য কথাগুলোই বক্তৃতার মত মনে হয়, মিথ্যেগুলো শোনায় গল্পের মত। আজ যে পরিবর্তন শুরু হয়েছে, তার ভার তো কাউকে না কাউকে নিতেই হবে। আজ কেউ আমাকে জাগিয়েছে, কাল আমাকেই আবার অন্যের জাগানোর ভার নিতে হবে। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, “অন্যকে জাগানোর মধ্যে দিয়েই তো তোমার মরণের স্বার্থকতা”। আজ অন্যকে জাগাতেই বেছে নিয়
তাই হাজির হয়েছি তারুণ্যের প্লাটফর্মে। পরিবর্তনের নিরন্তর পথচলার শুরু তো এখানেই।
জয় হোক তারুণ্যের…
কাজী নজরুল ইসলাম বলেছিলেন, “অন্যকে জাগানোর মধ্যে দিয়েই তো তোমার মরণের স্বার্থকতা”। আজ অন্যকে জাগাতেই বেছে নিয়
প্রিয় মারুফ, আপনার এই লেখা সম্ভবত শেষ হয় নি। আপনার এই লেখাটি প্রথম পাতা থেকে সরিয়ে দিচ্ছি আমরা। তবে আপনার নিজের পাতায় লেখাটি থাকবে।
সরব স্বাগত/ নতুন এলাম এই জাতীয় পোস্ট এভয়েড করতে চায়। এর আগেও আমরা এমনটা করেছি।
সরব চায় প্রথম পাতায় সময় নিয়ে লেখা পোস্ট দিতে।
সরব পরিবারে নিয়মিত থাকবেন, লিখবেন এমনটাই আমরা আশা করি।
মান সম্পন্ন সুস্থ প্ল্যাটফর্ম করতে সকলের সহযোগিতা দরকার।
ওহো… জানতাম না… ভুল হয়ে গেল!!!
ধন্যবাদ।
ইনশাল্লাহ সময়োচিত লেখা দেবার যথাসাধ্য চেষ্টা থাকবে।
নিয়মিত হলেই আসলে ভালো লেখা বের হয়ে আসবে ভাইয়া
সূচনা পোস্ট এলাউ করলে যেটা হবে সবাই সূচনা আইছি আয়া পড়ছিরে! মজা লাগতাছে মার্কা পোস্ট দেবে!
সেই জন্যই মডুরা এমন করেছে
কথা সত্য…
ওহো! এই লেখাটা পড়ার পর মন্তব্য করতে ভুলে গেছি।
:welcome:
লেখালেখি কিন্তু মোটেও একঘেয়ে আর ক্লান্তিকর কিছু না! :haturi:
হুম, এখন বুঝি।
ঠিক তাই। 😐 😐
:welcome:
ধন্যবাদ।