গুণীজনে যে কত কিছু বলেন! কিছু যায় আমাদের অ্যান্টেনার বাইরে দিয়ে,কিছু হৃদয়ের ভেতর দিয়ে। এমন কিছু মানুষের অসাধারণ (অসাধারণ মানে মাথা খারাপ করা) কিছু উক্তিঃ
১.আমি এতই বুদ্ধিমান যে,মাঝে মাঝে আমি নিজেই বুঝি না,আমি কি বলছি।
-অস্কার ওয়াইল্ড
২.সমাবর্তন এমন একটি অনুষ্ঠান যেখানে বক্তা একই রকম পোষাক পরা হাজার মানুষকে নিজস্বতা তৈরী করতে বলেন।
-রবার্ট পারভিস
৩.দুইটি জিনিস অসীমঃএকটি মহাবিশ্ব আর আরেকটি মানুষের গাধামী। তবে মহাবিশ্বের ব্যাপারে আমি নিশ্চিত নই।
-আলবার্ট আইনস্টাইন
৪.আমি মারা যাবার সময় আমার দাদার মতো মারা যেতে চাই,ঘুমের মধ্যে নিঃশব্দে। তার গাড়িতে যারা চিৎকার করছিলো,তাদের মতো নয়।
-উইল রজার্স
৫.আমি এমন কাজ করতে ভালবাসি যা সেন্সর বোর্ড পেরোতে পারবে না।
-মেরিলিন মনরো
৬.ক্যারিয়ার তৈরী হয় জনগণ দ্বারা আর প্রতিভা তৈরী হয় নিভৃতে।
-মেরিলিন মনরো
৭.স্বাস্থ্য বিষয়ক বই পড়ার সময় সাবধান,ছাপার ভুলে আপনি মারাও যেতে পারেন।
-মার্ক টোয়েন
৮.আদম ছিলেন সবচেয়ে সুখী মানুষ। তার কোনো শ্বাশুড়ী ছিলো না।
-মার্ক টোয়েন
৯।আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধে কোন অস্ত্র ব্যবহার হবে,তবে চতুর্থ বিশ্বযুদ্ধে লাঠি আর পাথর অস্ত্র হবে।
-আলবার্ট আইনস্টাইন
১০.পুরো প্লেনটাই কেনো ব্লাক বক্সের উপাদান দিয়ে বানানো হয় না?
-স্টিফেন রাইট(মার্কিন কমেডিয়ান)
১১.নোবেল শান্তি পুরস্কারের জন্য আমি একটা খুনও করতে রাজি আছি।
-স্টিভেন রাইট
১২.মেক্সিকোতে একটা পারফিউমের নাম ‘পলিটিশিয়ান’,কারণ এটা অনেক শব্দ করে কিন্তু তেমন কাজ করে না।
-লেন ডাইটন(ব্রিটিশ ইতিহাসবিদ)
১৩।যে করতে পারে-সে করে। যে করতে পারে না-সে পড়ায়।
-জর্জ বার্নার্ড শ
১৪.সবাই স্বর্গে যেতে চায়,কিন্তু কেউ মরতে চায় না।
-পিটার টস
১৫.মহাকর্ষকে দায়ী করা যায় না মানুষের প্রেমে পরার জন্য।
-আলবার্ট আইনস্টাইন
সবশেষে অফটপিক একটা ফাউ ছবি……
“আমি মারা যাবার সময় আমার দাদার মতো মারা যেতে চাই,ঘুমের মধ্যে নিঃশব্দে। তার গাড়িতে যারা চিৎকার করছিলো,তাদের মতো নয়।”
সবচেয়ে মজার ছিল এইটা। =))
অনুবাদ ভাল লাগছে! ছবির কথা আর কিছু না বলি। :huzur:
🙂 😀
অস্কার ওয়াইল্ডের মতো করেই বলি, “আমি এতই বুদ্ধিমান যে,মাঝে মাঝে আমি নিজেই বুঝি না,আমি কি বলব!” :voypaisi:
দারুণ কালেকশন, আর অনুবাদও যথার্থ! :clappinghands:
“আমি এতই বুদ্ধিমান যে,মাঝে মাঝে আমি নিজেই বুঝি না,আমি কি বলব!”
হা হা 😆
ধন্যবাদ 😀
অফটপিক ফাউ ছবিটা কিন্তু আমার বড়ই ভালো লেগেছে , আর জ্ঞানী-গুনি মানুষদের বাণীগুলোর কথা না ইবা বললাম….ঐগুলো তো অসাধারণ কালেকশন….হা হা প গে :beshikhushi: :dhisya:
😀
ব্যাপক মজাক তো! 😛
:yahooo:
সবশেষের ফাউ ছবিটা কিন্তু দারুণ হয়েছে 🙂
গুণীজনের কথা আর কি বলব…… আমি এতই বুদ্ধিমান যে,মাঝে মাঝে আমি নিজেই বুঝি না,আমি কি বলছি। 😀
🙂
আর,ছবিটা ভালো লাগসে শুনেই দাঁত বের হয়ে যাচ্ছে 😀
আমার কথা তোরা তো বুঝবি না, কারণ আমি নিজেই বুঝি না!
এখন কী কওন যায় আমারে 😉
:dhisya:
কওন যায় যে তুই অন্য ভাষায় কথা বলছিস 😛
” খায়া দায়া কাম নাই, কারণ কাম করার আগেই ভরপেট খায়া নিসি! ”
এটাও কিন্তু গুনী মানুষী ডায়ালগ মনে হয় !!! পেটেন্ট করন লাগপে কেউ মাইরা দেয়ার আগে 😛 😛
😛
“সমাবর্তন এমন একটি অনুষ্ঠান যেখানে বক্তা একই রকম পোষাক পরা হাজার মানুষকে নিজস্বতা তৈরী করতে বলেন” :rollinglaugh: :rollinglaugh: যথার্থই বলেছেন।
দারুণ লাগল। হাসাহাসি করলাম অনেক। ধন্যবাদ বিলাস।
হাসাতে পেরে তো খুশি হয়ে গেলাম 😀
আদম ছিলেন সবচেয়ে সুখী মানুষ। তার কোনো শ্বাশুড়ী ছিলো না। :rollinglaugh:
😛 😀
“আমি মারা যাবার সময় আমার দাদার মতো মারা যেতে চাই,ঘুমের মধ্যে নিঃশব্দে। তার গাড়িতে যারা চিৎকার করছিলো,তাদের মতো নয়।”– এইটা সবচেয়ে দারুণ
😀 😀 😀
😆 😆 😆
😆