মধ্যরাতের অর্ধচাঁদের ধোঁয়াটে আভা
ধোঁয়াশা মেঘগুলো একে একে
রোধ করে যায় আরাধ্য রশ্মিগুলো
তারপর হারানো আমেজ চকিতে ফিরে পায়
অর্ধরূপী নিঃসঙ্গ চাঁদ।
জ্বলজ্বল জলসায় ফিরে আসে ত্রস্ত আমেজ
আবছায়া জোছনা আলোক ফিরে পায় নম্র বাতাস
নড়ে ওঠা পাতাগুলোর স্বল্প ফাঁক গলে
চকিতে চোখে পাড়ি জমায় চন্দ্র আলোক
আলোক তোড়ে সমুদ্রবান দুচোখ ভাসায়।
নিঃস্বরূপী অর্ধচাঁদের ধোঁয়াটে আভা
দুঃখ নীলিমা ঘিরে থাকে তার আলোক প্রভা
আঁধার আকাশ ছেয়ে থাকে শুধু অন্ধ ডানায়
অশ্রুত স্বর ঘোলাটে মেঘের আলোক ধাঁধায়
ভেসে যায়, ভেসে বেড়ায় দুঃখরূপী মেঘদল।
দুঃখরূপী অর্ধচাঁদের নীলচে আভা
অর্ধকালোয় আবৃত মেঘ, নীলাভ মায়া
নীলচে আঁধার, বিস্ময় ঘোর আলোর খেলায়
আঁধার আলোয় লুকোচুরি তার অলীক মায়ায়
অযাচিত মন খুঁজে ফেরে তারই নীলাভ বচন।
ভাল্লাগছে। 😀
তুই আরেকটু রেগুলার লিখলেই পারিস! সপ্তাহে একটা পোস্ট দেওয়ার চেষ্টা করতে বলেছিলুম। 😐
😛 আমি এত হাইলি প্রোডাক্টিভ না রে !! এম্নেই মাথায় কিছু নাই……… তাও উদ্ভট কিছু একটা লিখে ফেললেই তো দিয়ে দেই !! 🙂
অনেক ধন্যবাদ।
ভাল লাগল কবিতা
ধন্যবাদ !
একটু নিয়মিত হলে খুবই ভালো হত আপু।
কবিতা বেশ ভালো লেগেছে।
তবে আপু, ‘চন্দ্রআলোক’ বানানে মাঝে একটা স্পেস হবে।
আর ‘ধাঁধা’তে সম্ভবত একটা চন্দ্রবিন্দু।
অভিধানে তাই পেলাম। 🙂
আপু, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য 🙂 …নিয়মিত হবার চেষ্টা করব ভবিষ্যতে… 😀
…… আমি এডিট করে দিয়েছি… 🙂
ভালো লেগেছে 🙂
ধন্যবাদ 🙂