প্রায় দিনই

প্রায় দিনই,
দু’চারটা রাজা উজির মারি,
প্রায় দিনই,
ছিঁড়ে ফেলি কয়েকটা নরপশু,
প্রায় দিনই,
উদ্ধার করি মুমূর্ষু দেশ,
প্রায় দিনই,
হুংকার করি অমানুষদের মুখের উপর,
প্রায় দিনই,
নির্দ্বিধায় ঝেড়ে ফেলি সভ্যতার আবর্জনা,
প্রায় দিনই,
তারুণ্যের আগুনে দেই উত্তাল বাতাস,
প্রায় দিনই,
নতুন করে গড়ি শুদ্ধ পৃথিবী।

প্রায় দিনই,
মনে মনে করা যুদ্ধ শেষে,
পৃথিবী গড়ার স্বপ্ন লুকিয়ে,
ফিরে আসি সাধারণ হয়ে,
হাসিমুখে হাত মেলাই
নরপশু, অমানুষদের সাথে,
রাজা-উজিররা ছুঁয়ে দিলে
আনন্দিত হই,
তারুণ্যকে ধ্বংস করা সভ্য আবর্জনা
মাখি মন জুড়ে।

প্রায় দিনই,
বড় সাধারণ মানুষ হয়ে যাই।

[কবিতা লিখতে পারি কি না, সেটা নিয়ে আমার মনে বিশাল সন্দেহ। তবুও, ব্লগিং করার ক্ষমতা ব্যবহার করে, দু’চারটা কবিতা পাঠকদের পড়িয়ে দেয়ার লোভ সামলাতে পারি না।]

স্বপ্ন বিলাস সম্পর্কে

বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ। ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা। আর তাই, স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, চিন্তাভাবনা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

10 Responses to প্রায় দিনই

  1. ফিনিক্স বলেছেনঃ

    প্রায় দিনই,
    বড় সাধারণ মানুষ হয়ে যাই।

    কেন যেন মন খারাপ হয়ে গেল!

  2. সামিরা বলেছেনঃ

    ভাল লাগছে ভাইয়া।
    কথা সত্য! কবিতার কথাগুলি।

  3. অনাবিল বলেছেনঃ

    প্রায় দিনই,
    বড় সাধারণ মানুষ হয়ে যাই।

    খুব সত্যি কথা বলেছেন…… এমনিতেই মানুষ দেখে মন খারাপ, তার উপর এই কবিতা পড়ে আরও খারাপ লাগা শুরু হলো…………… 🙁

    আর হ্যাঁ, লাস্টে ফুটনোট টা অতি বিনয় হিসেবেই ধরে নিচ্ছি…… 🙂

  4. জ্ঞানচোর বলেছেনঃ

    🙂 স্বপ্ন বিলাস! এটা কি লিখলেন! কবিতাটা আপনার খাসা হয়েছে। এটুকু স্বীকার করুন। 🙂 :dhisya:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।